Ajker Patrika

ওয়াজ মাহফিলে সাবেক এমপিকে জুতা নিক্ষেপ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১০: ১৬
ওয়াজ মাহফিলে সাবেক এমপিকে জুতা নিক্ষেপ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনকে ওয়াজ মাহফিলে জুতা নিক্ষেপ করছে উত্তেজিত জনতা। ৪১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি ওয়াজ মাহফিলে হুজুরের বক্তব্যের সমালোচনা করায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রফিক আল সুজন নামে এক যুবক ফেসবুকে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে ভিডিও পোস্ট করেন। ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ওই যুবক বলেন, ‘সন্ধ্যায় মুফতি আরিফ বিন হাবীব সহিহ্ হাদিস নিয়ে বক্তব্য দেন। বক্তব্য শেষে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান রঞ্জন মাইক হাতে নিয়ে এই বক্তব্যের বিষয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে উপস্থিত জনতা তাঁর প্রতি ক্ষিপ্ত হয়ে জুতা নিক্ষেপ করেন।’

এ বিষয়ে মেজর আক্তারুজ্জামান রঞ্জন বলেন, ‘ওয়াজের মঞ্চে হুজুরের বক্তব্য নিয়ে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। আমি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি।’ তাঁকে জুতা নিক্ষেপের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে কথা বলতে মুফতি আরিফ বিন হাবীবের নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার খবর পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত