Ajker Patrika

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ১৫: ২৫
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক সোহাগ মোল্লা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত সোহাগ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের চরপাড়া এলাকার শহিদ মোল্লার ছেলে। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে জানান, গোপালগঞ্জের পাটগাতি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সদর উপজেলার হরিদাসপুর ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহাগ মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। প্রতীকী ছবি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত