নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের ঘাতকদের দ্রুত বিচার, নিরাপদ সড়ক এবং হাফ পাসের দাবিতে শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টায় ভিকারুননিসা নূন ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে অবস্থান নেয়।
'মেধা পিষে উন্নতি, চাই না এই প্রগতি', 'পড়তে এসেছি, মরতে নয়', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই', 'উই ওয়ান্ট সেফ রোড', 'উই ওয়ান্ট জাস্টিস' বলে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে।
দুপুর ১২টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় উইন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা নটর ডেম কলেজের শিক্ষার্থীদের দেওয়া ছয় দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করছে।
উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থী সালমান ফারসি রাইয়ান বলেন, 'বাসমালিকেরা গরিব হতে পারেন; তবে আমরা যারা বাসে করে স্কুল-কলেজে আসি, তাদের মতোও খারাপ না। আমাদেরও প্রতিদিন কোনোমতে চলতে হয়। বাস ছাড়া প্রতিদিন এভাবে যাতায়াত করাও সম্ভব নয়।'
ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থী ফাইযা ফাইরুজ রিমঝিম বলেন, 'বাসমালিকেরা ভর্তুকি দাবি করতেই পারেন। তাঁরা বলছেন, তাঁরাও আমাদের দাবির সঙ্গে একমত। কিন্তু রাস্তায় আমার ভাই মারা যাচ্ছে কেন? বোন মারা যাচ্ছে কেন? একটা দেশ হচ্ছে শরীর আর তার মাথা হচ্ছে সরকার। মাথা যদি ঠিক না থাকে, তাহলে কোনো কিছুরই সুরাহা হবে না।'
ভিকারুননিসা নূন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাব সাজদা বলেন, 'গণপরিবহনে নারী শিক্ষার্থী হেনস্তা, প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতারই ফলাফল। শুধু গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না, সমাজের মূল থেকে পুরুষতান্ত্রিকতা উপড়ে না ফেললে এর সমাধান সম্ভব নয়।'
গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের ঘাতকদের দ্রুত বিচার, নিরাপদ সড়ক এবং হাফ পাসের দাবিতে শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টায় ভিকারুননিসা নূন ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে অবস্থান নেয়।
'মেধা পিষে উন্নতি, চাই না এই প্রগতি', 'পড়তে এসেছি, মরতে নয়', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই', 'উই ওয়ান্ট সেফ রোড', 'উই ওয়ান্ট জাস্টিস' বলে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে।
দুপুর ১২টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় উইন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা নটর ডেম কলেজের শিক্ষার্থীদের দেওয়া ছয় দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করছে।
উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থী সালমান ফারসি রাইয়ান বলেন, 'বাসমালিকেরা গরিব হতে পারেন; তবে আমরা যারা বাসে করে স্কুল-কলেজে আসি, তাদের মতোও খারাপ না। আমাদেরও প্রতিদিন কোনোমতে চলতে হয়। বাস ছাড়া প্রতিদিন এভাবে যাতায়াত করাও সম্ভব নয়।'
ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থী ফাইযা ফাইরুজ রিমঝিম বলেন, 'বাসমালিকেরা ভর্তুকি দাবি করতেই পারেন। তাঁরা বলছেন, তাঁরাও আমাদের দাবির সঙ্গে একমত। কিন্তু রাস্তায় আমার ভাই মারা যাচ্ছে কেন? বোন মারা যাচ্ছে কেন? একটা দেশ হচ্ছে শরীর আর তার মাথা হচ্ছে সরকার। মাথা যদি ঠিক না থাকে, তাহলে কোনো কিছুরই সুরাহা হবে না।'
ভিকারুননিসা নূন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাব সাজদা বলেন, 'গণপরিবহনে নারী শিক্ষার্থী হেনস্তা, প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতারই ফলাফল। শুধু গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না, সমাজের মূল থেকে পুরুষতান্ত্রিকতা উপড়ে না ফেললে এর সমাধান সম্ভব নয়।'
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে