Ajker Patrika

জাবিতে ৮ হাজার মুক্তিযোদ্ধার মিলনমেলা হবে

জাবি প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৪
জাবিতে ৮ হাজার মুক্তিযোদ্ধার মিলনমেলা হবে

মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের ঢাকা পশ্চিমাঞ্চল অংশের মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল'য়ে। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ধামরাই ও সাভার এলাকার ৮ থেকে ১০ হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে একত্রিত হবেন।

আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের আহ্বায়ক ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ বেনজির আহমেদ।

বেনজির আহমেদ বলেন, ‘ঢাকা পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধারা ঢাকা বিজয়ের অগ্রনায়ক। এই সেক্টরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৩টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে এই অঞ্চলের অনেক স্মৃতি রয়েছে। তাই এই মিলনমেলার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পছন্দ করা হয়েছে। এর পাশেই স্মৃতিবিজড়িত সাভার সেনানিবাস, যেখানে আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছে যুদ্ধ শেষে অস্ত্র জমা দিই। ঢাকার কাছে হওয়ায় যুদ্ধের সময় এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সে সময় পাকিস্তানি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অনেকগুলো গেরিলা হামলা পরিচালনা করেন এখানকার মুক্তিযোদ্ধারা।’

বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধাদের একত্রিত করার সিদ্ধান্ত নেন অতিথিরাবেনজির আহমেদ আরও বলেন, ‘জাহাঙ্গীরনগরের প্রকৃতি অনেক সুন্দর। মিলনমেলার জন্য আমরা পরিদর্শনে এসেছি। আশা করছি মিলনমেলার জন্য এই স্থান চমৎকার হবে। দিনক্ষণ এখনো সম্ভাব্য পর্যায়ে রয়েছে করোনা পরিস্থিতির জন্য। করোনা নিয়ন্ত্রণে থাকলে ২৬ তারিখেই এই আয়োজন সম্পন্ন হবে।’

একই অনুষ্ঠানে জাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতার ছিটেফোঁটাও নেই’ বলে মত প্রকাশ করেন।

এনামুল হক শামীম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই। এটা অতীত থেকেই হয়ে আসছে। এটি এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। একটা সময় ছিল, এই বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের অত্যন্ত প্রভাব ছিল। যখন আমি জাকসুর সহসভাপতি ছিলাম, তখন এই মুক্তমঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, আজ থেকে জাহাঙ্গীরনগরে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা হলো। সেই থেকে এখন পর্যন্ত সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ আছে এই ক্যাম্পাসে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ মনিরা সুলতানা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত