গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসব এলাকার মধ্যে রয়েছে গাজীপুর মহানগরের টঙ্গী, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, চক্রবর্তী ও সদরের শিরিরচালা। তাতে মহাসড়কের দুই পাশে অন্তত আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকেরা আন্দোলনে নামেন। বিভিন্ন স্থানে মহাসড়ক আটকে বিক্ষোভ করার কারণে গাজীপুরের বেক্সিমকো থেকে জিরানি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। আন্দোলন নিরসনে দাবি-দাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে পুলিশ।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকেরা। আজ সকালে চন্দ্রা এলাকায় মাহমুদ জিনস লিমিটেড ও নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা আন্দোলনে নামেন। অপরদিকে, চক্রবর্তী এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে বিক্ষোভ করেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকেরা।
এদিকে গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক আছে। ইতিপূর্বে শ্রমিকেরা বিভিন্ন দাবি-দাওয়া কারখানা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা কারখানার আয়রনম্যান মো. আরমানকে মারধর করে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। শ্রমিকদের সন্দেহ, দাবি উপস্থাপন করায় কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তাদের লোকজন দিয়ে আরমানকে মারধর করেছে। এর প্রতিবাদে আজ সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন।
অপরদিকে গাজীপুরের টঙ্গীর খাঁপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে সিজন ড্রেস নামের একটি শিল্পপ্রতিষ্ঠানে আন্দোলন করছেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শিল্প-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর খাঁপাড়া এলাকায় সিজন ড্রেস নামের একটি তৈরি পোশাক কারখানার পাঁচ-ছয় শ শ্রমিক কাজ করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। এ সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় বেতন বৃদ্ধিসহ আট দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন তাসমিয়া হারবাল লিমিটেডের শ্রমিকেরা। আজ সকাল সাড়ে ৮টা থেকে কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মাঝে সমঝোতার চেষ্টা করছে শিল্প-পুলিশ।
বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামেন ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকেরা।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিজন ড্রেস কারখানার শ্রমিকেরা। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এ ছাড়া বেতন-ভাতা পরিশোধে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, `আজ সকালে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল। এসব নিয়ে শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে কয়েকটির সমাধান করা হয়েছে। আর কয়েকটি নিয়ে আলোচনা চলছে। আশা করি, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।'
গাজীপুরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসব এলাকার মধ্যে রয়েছে গাজীপুর মহানগরের টঙ্গী, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, চক্রবর্তী ও সদরের শিরিরচালা। তাতে মহাসড়কের দুই পাশে অন্তত আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকেরা আন্দোলনে নামেন। বিভিন্ন স্থানে মহাসড়ক আটকে বিক্ষোভ করার কারণে গাজীপুরের বেক্সিমকো থেকে জিরানি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। আন্দোলন নিরসনে দাবি-দাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে পুলিশ।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকেরা। আজ সকালে চন্দ্রা এলাকায় মাহমুদ জিনস লিমিটেড ও নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা আন্দোলনে নামেন। অপরদিকে, চক্রবর্তী এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে বিক্ষোভ করেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকেরা।
এদিকে গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক আছে। ইতিপূর্বে শ্রমিকেরা বিভিন্ন দাবি-দাওয়া কারখানা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা কারখানার আয়রনম্যান মো. আরমানকে মারধর করে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। শ্রমিকদের সন্দেহ, দাবি উপস্থাপন করায় কারখানা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তাদের লোকজন দিয়ে আরমানকে মারধর করেছে। এর প্রতিবাদে আজ সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন।
অপরদিকে গাজীপুরের টঙ্গীর খাঁপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে সিজন ড্রেস নামের একটি শিল্পপ্রতিষ্ঠানে আন্দোলন করছেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শিল্প-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর খাঁপাড়া এলাকায় সিজন ড্রেস নামের একটি তৈরি পোশাক কারখানার পাঁচ-ছয় শ শ্রমিক কাজ করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। এ সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তাতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় বেতন বৃদ্ধিসহ আট দফা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন তাসমিয়া হারবাল লিমিটেডের শ্রমিকেরা। আজ সকাল সাড়ে ৮টা থেকে কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মাঝে সমঝোতার চেষ্টা করছে শিল্প-পুলিশ।
বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামেন ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকেরা।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিজন ড্রেস কারখানার শ্রমিকেরা। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এ ছাড়া বেতন-ভাতা পরিশোধে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, `আজ সকালে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল। এসব নিয়ে শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে কয়েকটির সমাধান করা হয়েছে। আর কয়েকটি নিয়ে আলোচনা চলছে। আশা করি, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রোববার বরিশাল থেকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেনাগরিক ঐক্যের যশোরের বাঘারপাড়ার উপজেলা কমিটির সদস্যসচিব হয়েছেন মেহজাবিন জান্নাত অনন্যা। তিনি জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলের মেয়ে। তবে এর মধ্যে নিজের বাবার মতাদর্শের বাইরে রাজনীতি নিয়ে সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কমিটি থেকে অব্যাহতি নেন তিনি।
১ ঘণ্টা আগেরোহিঙ্গা সংকট নিরসনে টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়েজ টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। প্রথম দিনে রোহিঙ্গা প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।
২ ঘণ্টা আগেরোগী ও স্থানীয়দের চলাচলের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (২৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে হাসপাতাল ফটকের সামনে সচেতন তরুণ সমাজের ব্যানারে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।
২ ঘণ্টা আগে