জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের টাকায় পরিচালিত হয়। মানচিত্রসম এই বিদ্যাপীঠ পরিচালনায় একটি পয়সাও যেন অপচয় না হয় সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।’
আজ রোববার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে অর্থ ও হিসাব দপ্তর এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘একটি প্রতিষ্ঠানের অর্থ ও হিসাব এবং নিরীক্ষা উইং খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক, শিক্ষার্থীদের দ্রুত সেবা প্রদানে দপ্তর দুইটির গুরুত্ব অপরিসীম। তাই আধুনিক সুযোগ-সুবিধা ব্যবহার করে দ্রুত সেবা প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘দ্রুত সেবা প্রদানে স্থায়ী বুনিয়াদ করতে আর্থিক ব্যবস্থাপনা আরও আধুনিকায়নে কনসালট্যান্ট নিয়োগ করতে হবে। আগামী ৩ / ৪ মাসের মধ্যে এসব কাজ যেন শেষ হয়। কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক বিধি-বিধানের ব্যত্যয় ঘটানো যাবে না।’
কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলসসহ (পিপিআর) বিধি-বিধানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্য দিয়ে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’
ড. মশিউর রহমান বলেন, ‘আমরা বিশ্বমানের শিক্ষার কথা বলছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সামনে যে পৃথিবী, সেই পৃথিবীতে অধিক মানুষের অধিক কাজ করার সুযোগ থাকছে না। কারণ বিশ্বে অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এআই। একটি বাড়ি বানানো থেকে শুরু করে বিমান বানানো এমনকি যুদ্ধাস্ত্র বানানো সবই চলে যাচ্ছে এআইয়ের হাতে।’
উপাচার্য বলেন, ‘আমাদের দক্ষতা বাড়াতে হবে। অল্প মানুষের অধিক কাজ করার সক্ষমতা অর্জন করতে হবে। তা না হলে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কঠিন হবে। কাজের পরিধি কমে যাবে। আইসিটির ওপর আমাদের দখল বাড়ানোর কোনো বিকল্প নেই। আপনি যদি মনে করেন, অধিক সমস্যার সমাধান অধিক জনবল সে জায়গাটি আর থাকছে না।’
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. সাজেদুল হক, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. শফিক উল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের টাকায় পরিচালিত হয়। মানচিত্রসম এই বিদ্যাপীঠ পরিচালনায় একটি পয়সাও যেন অপচয় না হয় সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।’
আজ রোববার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে অর্থ ও হিসাব দপ্তর এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘একটি প্রতিষ্ঠানের অর্থ ও হিসাব এবং নিরীক্ষা উইং খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক, শিক্ষার্থীদের দ্রুত সেবা প্রদানে দপ্তর দুইটির গুরুত্ব অপরিসীম। তাই আধুনিক সুযোগ-সুবিধা ব্যবহার করে দ্রুত সেবা প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’
তিনি বলেন, ‘দ্রুত সেবা প্রদানে স্থায়ী বুনিয়াদ করতে আর্থিক ব্যবস্থাপনা আরও আধুনিকায়নে কনসালট্যান্ট নিয়োগ করতে হবে। আগামী ৩ / ৪ মাসের মধ্যে এসব কাজ যেন শেষ হয়। কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক বিধি-বিধানের ব্যত্যয় ঘটানো যাবে না।’
কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলসসহ (পিপিআর) বিধি-বিধানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্য দিয়ে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’
ড. মশিউর রহমান বলেন, ‘আমরা বিশ্বমানের শিক্ষার কথা বলছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সামনে যে পৃথিবী, সেই পৃথিবীতে অধিক মানুষের অধিক কাজ করার সুযোগ থাকছে না। কারণ বিশ্বে অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এআই। একটি বাড়ি বানানো থেকে শুরু করে বিমান বানানো এমনকি যুদ্ধাস্ত্র বানানো সবই চলে যাচ্ছে এআইয়ের হাতে।’
উপাচার্য বলেন, ‘আমাদের দক্ষতা বাড়াতে হবে। অল্প মানুষের অধিক কাজ করার সক্ষমতা অর্জন করতে হবে। তা না হলে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কঠিন হবে। কাজের পরিধি কমে যাবে। আইসিটির ওপর আমাদের দখল বাড়ানোর কোনো বিকল্প নেই। আপনি যদি মনে করেন, অধিক সমস্যার সমাধান অধিক জনবল সে জায়গাটি আর থাকছে না।’
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. সাজেদুল হক, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. শফিক উল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪৩ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে