টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত বুধবার বিকেল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, নির্ধারিত অধিকাংশ খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এই পর্বে ৬৪টি জেলার মানুষের অবস্থান নেওয়ার জন্য ৮৫টি খিত্তা রয়েছে।
মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ আল ইমরান দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ৩৯ জন সঙ্গীসহ চিল্লায় এসেছেন। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে ময়দানে এসে পৌঁছেছি। আমরা তিন চিল্লার সাথিদের নিয়ে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে মুরব্বিদের ইমানি কথা শুনছি।’
দেশের পাশাপাশি বিদেশি মুসল্লিরাও ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৯০টি দেশের প্রায় ৫ হাজার মুসল্লি ময়দানে অবস্থান করছেন।
এই পর্বে অংশ নিতে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ, মাওলানা সাঈদ, মাওলানা ইলিয়াস ও জামাতা মাওলানা হাসান ময়দানে উপস্থিত হয়েছেন। সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানের ভেতরে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মুসল্লিরা খিত্তায় অবস্থান নিয়ে ইমান ও আমলের কথা শুনছেন।
ময়দানে মুসল্লিদের উদ্দেশে আজ জোহরের নামাজের পর ভারতের মাওলানা ফারুক বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী। আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা হারুন কুরাইশী উর্দুতে বয়ান করবেন। বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মনির এবং মাগরিবের নামাজের পর তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ।
আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন জিয়া বিন কাশিম।
এর আগে আজ দুপুর ১২টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য চারপাশে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। গত পর্বের অভিজ্ঞতা রয়েছে পুলিশের। প্রথম পর্বের ভুলত্রুটি শুধরে নিয়ে আরও সতর্ক অবস্থানে থাকবে। পোশাক পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও রয়েছে।
তিনি জানান, ওয়াচ টাওয়ার, নৌপথে নজরদারির পাশাপাশি আকাশপথে র্যাবের হেলিকপ্টার টহল থাকবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রোহিঙ্গাদের ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ নেই। রোহিঙ্গা মুসল্লি ময়দানে এসেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
গাজীপুরের টঙ্গীতে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত বুধবার বিকেল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, নির্ধারিত অধিকাংশ খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এই পর্বে ৬৪টি জেলার মানুষের অবস্থান নেওয়ার জন্য ৮৫টি খিত্তা রয়েছে।
মেহেরপুর জেলা থেকে মোহাম্মদ আল ইমরান দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে ৩৯ জন সঙ্গীসহ চিল্লায় এসেছেন। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে ময়দানে এসে পৌঁছেছি। আমরা তিন চিল্লার সাথিদের নিয়ে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে মুরব্বিদের ইমানি কথা শুনছি।’
দেশের পাশাপাশি বিদেশি মুসল্লিরাও ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৯০টি দেশের প্রায় ৫ হাজার মুসল্লি ময়দানে অবস্থান করছেন।
এই পর্বে অংশ নিতে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ, মাওলানা সাঈদ, মাওলানা ইলিয়াস ও জামাতা মাওলানা হাসান ময়দানে উপস্থিত হয়েছেন। সাদপন্থীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানের ভেতরে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মুসল্লিরা খিত্তায় অবস্থান নিয়ে ইমান ও আমলের কথা শুনছেন।
ময়দানে মুসল্লিদের উদ্দেশে আজ জোহরের নামাজের পর ভারতের মাওলানা ফারুক বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী। আসরের নামাজের পর পাকিস্তানের মাওলানা হারুন কুরাইশী উর্দুতে বয়ান করবেন। বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মনির এবং মাগরিবের নামাজের পর তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ।
আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন জিয়া বিন কাশিম।
এর আগে আজ দুপুর ১২টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য চারপাশে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। গত পর্বের অভিজ্ঞতা রয়েছে পুলিশের। প্রথম পর্বের ভুলত্রুটি শুধরে নিয়ে আরও সতর্ক অবস্থানে থাকবে। পোশাক পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও রয়েছে।
তিনি জানান, ওয়াচ টাওয়ার, নৌপথে নজরদারির পাশাপাশি আকাশপথে র্যাবের হেলিকপ্টার টহল থাকবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রোহিঙ্গাদের ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ নেই। রোহিঙ্গা মুসল্লি ময়দানে এসেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে