নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেসবুকে ভূয়া আইডি ব্যবহার করে বিভিন্ন তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন রামকৃষ্ণ দেবনাথ প্রকাশ ইমন (৩৮)। এরপর কৌশলে আপত্তিকর ছবি হাতিয়ে নিয়ে সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন টাকা। এভাবে একাধিক আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন। তিনি জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার বরুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমন বরুড়া উপজেলার ভাকসার গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে।
ওসি মোহাম্মদ মোহসীন জানান, ফেসবুকে ‘মন আমার উড়ন্ত পাখি’ নামে একটি ফেসবুক আইডির মাধ্যমে রাজধানীর একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমন। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের জেরে কৌশলে মেয়ের গোসলের ছবি ও ভিডিও হাতিয়ে নেয়। এরপর সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়ের কাছে ৩০ হাজার টাকা দাবি করে ইমন। টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। পরে ওই শিক্ষার্থী থানায় অভিযোগ করলে ইমনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ মোহসীন আরও জানান, ইমন বেশ কয়েকটি ফেসবুক আইডি ব্যবহার করেন। একটি আইডি দিয়ে প্রতারণা শেষ হলে সেই আইডি বন্ধ করে দেন। সর্বশেষ তার পাঁচটি আইডি সচল হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ‘মন আমার উড়ন্ত পাখি’ আইডি দিয়ে মেয়েদের সঙ্গে এবং ফারজানা আক্তার নামরে আরেকটি আইডি দিয়ে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করেন। বাস্তবে ছেলে হলেও মেয়ে সেজে ছেলেদের সঙ্গে একই কায়দায় প্রতারণা করতেন ইমন।
এছাড়া ইমন কুমিল্লায় ছোট একটি দোকান করেন। ওই দোকানে মূলত মোবাইলের রিচার্জ কার্ড বিক্রি করা হয় এবং রিচার্জ করা হয়। কিন্তু ইমন মেয়েদের কাছে নিজেকে পরিচয় দেন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে। নারায়ণগঞ্জে তার দুইটি গার্মেন্টস কারখানা আছে বলেও দাবি করেন তিনি। পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী ইমনের মূল আয়ের উৎস প্রতারণা। তার দোকানে যে সকল মেয়েরা রিচার্জ করতে আসতেন তাদের সঙ্গেও করতেন প্রতারণা। প্রথমে যোগাযোগ করে সখ্যতা গড়ে তুলতেন। এরপর প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি হাতিয়ে প্রতারণা করতেন।
উত্তরা পশ্চিম থানার ওসি আরও জানান, কি পরিমাণ নারীরা তার কাছে প্রতারণার শিকার হয়েছে এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
ইমনকে প্রতারণার শিকার তরুণীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এ কর্মকর্তা।
ফেসবুকে ভূয়া আইডি ব্যবহার করে বিভিন্ন তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন রামকৃষ্ণ দেবনাথ প্রকাশ ইমন (৩৮)। এরপর কৌশলে আপত্তিকর ছবি হাতিয়ে নিয়ে সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন টাকা। এভাবে একাধিক আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন। তিনি জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার বরুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমন বরুড়া উপজেলার ভাকসার গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে।
ওসি মোহাম্মদ মোহসীন জানান, ফেসবুকে ‘মন আমার উড়ন্ত পাখি’ নামে একটি ফেসবুক আইডির মাধ্যমে রাজধানীর একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমন। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের জেরে কৌশলে মেয়ের গোসলের ছবি ও ভিডিও হাতিয়ে নেয়। এরপর সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়ের কাছে ৩০ হাজার টাকা দাবি করে ইমন। টাকা না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। পরে ওই শিক্ষার্থী থানায় অভিযোগ করলে ইমনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ মোহসীন আরও জানান, ইমন বেশ কয়েকটি ফেসবুক আইডি ব্যবহার করেন। একটি আইডি দিয়ে প্রতারণা শেষ হলে সেই আইডি বন্ধ করে দেন। সর্বশেষ তার পাঁচটি আইডি সচল হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ‘মন আমার উড়ন্ত পাখি’ আইডি দিয়ে মেয়েদের সঙ্গে এবং ফারজানা আক্তার নামরে আরেকটি আইডি দিয়ে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করেন। বাস্তবে ছেলে হলেও মেয়ে সেজে ছেলেদের সঙ্গে একই কায়দায় প্রতারণা করতেন ইমন।
এছাড়া ইমন কুমিল্লায় ছোট একটি দোকান করেন। ওই দোকানে মূলত মোবাইলের রিচার্জ কার্ড বিক্রি করা হয় এবং রিচার্জ করা হয়। কিন্তু ইমন মেয়েদের কাছে নিজেকে পরিচয় দেন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে। নারায়ণগঞ্জে তার দুইটি গার্মেন্টস কারখানা আছে বলেও দাবি করেন তিনি। পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী ইমনের মূল আয়ের উৎস প্রতারণা। তার দোকানে যে সকল মেয়েরা রিচার্জ করতে আসতেন তাদের সঙ্গেও করতেন প্রতারণা। প্রথমে যোগাযোগ করে সখ্যতা গড়ে তুলতেন। এরপর প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি হাতিয়ে প্রতারণা করতেন।
উত্তরা পশ্চিম থানার ওসি আরও জানান, কি পরিমাণ নারীরা তার কাছে প্রতারণার শিকার হয়েছে এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
ইমনকে প্রতারণার শিকার তরুণীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এ কর্মকর্তা।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৬ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৭ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৯ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৯ ঘণ্টা আগে