উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহ (৪৮) হত্যার ঘটনায় পলাতক আসামি সুজন ইসলামকে (১৬) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি উপজেলার কুতুববস গ্রামের সুলতান ইসলামের ছেলে।
নিহত আহসান উল্লাহ সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি তুরাগের চণ্ডালভোগ এলাকার মৃত মজিদ আহমেদের ছেলে।
তুরাগ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৩ মার্চ) বিকেল থেকে আহসান উল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন তাঁর স্বজনেরা তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি (সাধারণ) ডায়েরি করেছিলেন।
গত মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ১০ নম্বর প্লটের পাশের রাস্তা থেকে আহসান উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর র্যাব ছায়াতদন্ত করে এ ঘটনায় জড়িত অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা এলাকা থেকে গত মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হররাম উত্তরপাড়া থেকে বুধবার (২৬ মার্চ) বিকেলে নূরনবীকে গ্রেপ্তার করা হয়। এরপর গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে ইস্রাফিলকে গ্রেপ্তার করে র্যাব। সর্বশেষ আজ সুজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, আহসান উল্লাহকে হত্যার ঘটনায় পলাতক সুজনকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেজর আহনাফ আরও বলেন, ‘হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জিএম আহসানের গাড়িচালক সাইফুল ইসলামকে ও তাঁর সহযোগী নূর নবী মিয়া, মো. ইস্রাফিলকেও দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সর্বশেষ পলাতক সুজনকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রই র্যাবের হাতে গ্রেপ্তার হলো।’
সাভারের আশুলিয়ায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহ (৪৮) হত্যার ঘটনায় পলাতক আসামি সুজন ইসলামকে (১৬) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। তিনি উপজেলার কুতুববস গ্রামের সুলতান ইসলামের ছেলে।
নিহত আহসান উল্লাহ সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি তুরাগের চণ্ডালভোগ এলাকার মৃত মজিদ আহমেদের ছেলে।
তুরাগ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৩ মার্চ) বিকেল থেকে আহসান উল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন তাঁর স্বজনেরা তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি (সাধারণ) ডায়েরি করেছিলেন।
গত মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ১০ নম্বর প্লটের পাশের রাস্তা থেকে আহসান উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর র্যাব ছায়াতদন্ত করে এ ঘটনায় জড়িত অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা এলাকা থেকে গত মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হররাম উত্তরপাড়া থেকে বুধবার (২৬ মার্চ) বিকেলে নূরনবীকে গ্রেপ্তার করা হয়। এরপর গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে ইস্রাফিলকে গ্রেপ্তার করে র্যাব। সর্বশেষ আজ সুজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, আহসান উল্লাহকে হত্যার ঘটনায় পলাতক সুজনকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মেজর আহনাফ আরও বলেন, ‘হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও জিএম আহসানের গাড়িচালক সাইফুল ইসলামকে ও তাঁর সহযোগী নূর নবী মিয়া, মো. ইস্রাফিলকেও দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সর্বশেষ পলাতক সুজনকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রই র্যাবের হাতে গ্রেপ্তার হলো।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে