Ajker Patrika

কানায় কানায় পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ০৩
কানায় কানায় পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল

মিছিল-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থল। প্রধানমন্ত্রী প্রবেশের আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। 

আজ শনিবার ভোর থেকেই কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে নারীদেরও।

রংবেরঙের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে  বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাসন্তী রঙের শাড়ি ও সাদা টি শার্ট পরে মিছিল নিয়ে নারী-পুরুষের জনসভাস্থলে আসার দৃশ্য চোখে পড়ার মতো। কোটালীপাড়া উপজেলার ২০টি স্থানে মনিটরের মাধ্যমে সরাসরি জনসভার ভিডিও দেখানো হচ্ছে। দীর্ঘ চার বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আসছেন। তিনি ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনের আগেই জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। 

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতিহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্ট সব শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। পরে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত