Ajker Patrika

নরসিংদীতে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬০ 

প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৬০ 

নরসিংদীতে একদিনে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৮৫ জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জনে। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন ও ২২০টি অ্যান্টিজেন পরীক্ষায় ৫১ জনসহ মোট ১৬০ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৭ দশমিক ৪৪ শতাংশ। 

শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১১৯ জন, বেলাবতে ১০ জন, মনোহরদীতে ১১ জন, পলাশে আটজন, শিবপুরে সাতজন ও রায়পুরায় পাঁচজন রয়েছেন। 

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯৪১ জন, শিবপুরে ১০৬৮ জন, পলাশে ১৪১০ জন, মনোহরদীতে ৬৩০ জন, বেলাবোতে ৬২৩ জন ও রায়পুরাতে ৫১৩ জন। 

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৩২৫ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৯ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২২৫৬ জন। 

নতুন করে জেলা সদরে, শিবপুর ও মনোহরদীতে একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, বেলাবতে নয়জন, রায়পুরা ১০, মনোহরদী ও পলাশে সাতজন আক্রান্ত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত