নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব এবং হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ দুপুরে মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা জালালউদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার দুপুরে মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে মাওলানা জুনায়েদ আল হাবিবকে। দুইজনের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে তাদের পল্টন থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আবদুল মোতালেব আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেকের দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক হারুন অর রশীদ এই রিমান্ডের আবেদন জানান।
গত ১৫ এপ্রিল এই মামলা হেফাজতের ঢাকা মহানগরীর সহ সহকারী মহাসচিব ও জমিয়ায়ে ওলামায়ে ইসলামীর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, হেফাজতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন, হেফাজত নেতা ফকরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
আরও পড়ুন:
মামুনুল হক গ্রেপ্তার
সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
ইসলামাবাদী আরও ২১ দিনের রিমান্ডে
রিসোর্টে ডুবলেন মামুনুল, মামুনুলে হেফাজত
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব এবং হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ দুপুরে মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা জালালউদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার দুপুরে মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে মাওলানা জুনায়েদ আল হাবিবকে। দুইজনের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে তাদের পল্টন থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আবদুল মোতালেব আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেকের দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক হারুন অর রশীদ এই রিমান্ডের আবেদন জানান।
গত ১৫ এপ্রিল এই মামলা হেফাজতের ঢাকা মহানগরীর সহ সহকারী মহাসচিব ও জমিয়ায়ে ওলামায়ে ইসলামীর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, হেফাজতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন, হেফাজত নেতা ফকরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
আরও পড়ুন:
মামুনুল হক গ্রেপ্তার
সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
ইসলামাবাদী আরও ২১ দিনের রিমান্ডে
রিসোর্টে ডুবলেন মামুনুল, মামুনুলে হেফাজত
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। প্রাথমিক পর্যায়ে গত ১৫ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়।
২৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
১ ঘণ্টা আগেনড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্যা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের উপর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে এক শিক্ষক নেতার বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিকভাবে ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তিনি এই অভিযোগ করেন। পরে ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান তার সহকর্মী রবিউল ইসলাম
১ ঘণ্টা আগে