Ajker Patrika

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল সাত দিনের রিমান্ডে  

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৬: ০৪
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল সাত দিনের রিমান্ডে  

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব এবং হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।  

২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।   

আজ দুপুরে মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা জালালউদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।    

এর আগে গত শনিবার দুপুরে মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে মাওলানা জুনায়েদ আল হাবিবকে। দুইজনের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে তাদের পল্টন থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আবদুল মোতালেব আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেকের দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক হারুন অর রশীদ এই রিমান্ডের আবেদন জানান।

গত ১৫ এপ্রিল এই মামলা হেফাজতের ঢাকা মহানগরীর সহ সহকারী মহাসচিব ও জমিয়ায়ে ওলামায়ে ইসলামীর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, হেফাজতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সাখাওয়াত হোসাইন, হেফাজত নেতা ফকরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
আরও পড়ুন:
মামুনুল হক গ্রেপ্তার
সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
ইসলামাবাদী আরও ২১ দিনের রিমান্ডে 
রিসোর্টে ডুবলেন মামুনুল, মামুনুলে হেফাজত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত