নিজস্ব প্রতিবেদক
অন্যান্য বেসরকারি গণপরিবহনের মতো নৌযানের ভাড়াও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এ বর্ধিত ভাড়া শুধু ডেকের জন্য প্রযোজ্য। কেবিনের ভাড়া অপরিবর্তীত থাকবে।
আজ বৃহস্পতিবার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ধাপকে প্রথম ধাপের চেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ দফা স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এরপর লঞ্চে যাত্রী পরিবহনে জড়িতদের নিয়ে সভা করেছি। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে সবাই একমত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনাগুলো যতদিন কার্যকর থাকবে ততদিন এ বর্ধিত ভাড়া বহাল থাকবে।
লঞ্চগুলো আগের চেয়ে অর্ধেক যাত্রী নেওয়ায় অনেকেই লঞ্চে যাতায়াতের সুযোগ পাবে না। তাই বিশেষ প্রয়োজন ছাড়া এই সময়ে যাত্রীদের যাতায়াত না করার অনুরোধ জানান খালিদ মাহমুদ।
লঞ্চ মালিকরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করে সেবার মন নিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। কোনো লঞ্চ বসিয়ে না রাখার জন্যও মালিকদের অনুরোধ জানান তিনি।
মহামারীর মধ্যে লঞ্চের ই-টিকেটিং চালুর বিষয়ে মালিকরা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
অন্যান্য বেসরকারি গণপরিবহনের মতো নৌযানের ভাড়াও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এ বর্ধিত ভাড়া শুধু ডেকের জন্য প্রযোজ্য। কেবিনের ভাড়া অপরিবর্তীত থাকবে।
আজ বৃহস্পতিবার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ধাপকে প্রথম ধাপের চেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ দফা স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এরপর লঞ্চে যাত্রী পরিবহনে জড়িতদের নিয়ে সভা করেছি। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে সবাই একমত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনাগুলো যতদিন কার্যকর থাকবে ততদিন এ বর্ধিত ভাড়া বহাল থাকবে।
লঞ্চগুলো আগের চেয়ে অর্ধেক যাত্রী নেওয়ায় অনেকেই লঞ্চে যাতায়াতের সুযোগ পাবে না। তাই বিশেষ প্রয়োজন ছাড়া এই সময়ে যাত্রীদের যাতায়াত না করার অনুরোধ জানান খালিদ মাহমুদ।
লঞ্চ মালিকরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করে সেবার মন নিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। কোনো লঞ্চ বসিয়ে না রাখার জন্যও মালিকদের অনুরোধ জানান তিনি।
মহামারীর মধ্যে লঞ্চের ই-টিকেটিং চালুর বিষয়ে মালিকরা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা কিরণ পরিতোষ চন্দ্রকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২২ মিনিট আগেনাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।
১ ঘণ্টা আগেনওগাঁর আত্রাইয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে আজিজার রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিহতের দুই ভাতিজা বাবু (৪০) ও আব্দুল আলিমকে (৩০) গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার তেজনন্দী ভাটোপাড়া গ্রামে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে বিবি মরিয়ম ওহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে