Ajker Patrika

খালের সীমানা পিলার স্থাপনে কাজ করবে সেনাবাহিনী: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালের সীমানা পিলার স্থাপনে কাজ করবে সেনাবাহিনী: মেয়র আতিক

দখলে দূষণে অস্তিত্ব সংকটে রয়েছে ঢাকার অধিকাংশ খাল। এই খালগুলোকে দখল মুক্ত করতে খালের দুই পাশে সীমানা পিলার স্থাপনের বিশেষ উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই কাজে ডিএনসিসিকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ শনিবার রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় কিউলেক্স মশার বিস্তার রোধে বিশেষ অভিযানের উদ্বোধনের সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এই কথা বলেন।

ডিএনসিসির মেয়র বলেন, ‘ঢাকা শহরের খাল, বিল, জলাশয় দখল একটি নিয়মিত চিত্র। দখল হওয়া জায়গা উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রত্যেক খালের সীমানা নির্ধারণ করে পিলার দেওয়ার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি।`

আতিকুল ইসলাম বলেন, তালতলা নতুনবাগের ঝিলটাও অনেক বড় ছিল। অনেকাংশে ভরাট করা হয়েছে। এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে কেউ যেন ঝিল দখল না করে। আজ বস্তির মাধ্যমে দখল করা হলে, কাল পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে। এভাবে পানির আঁধার শেষ হয়ে যাচ্ছে। শহরের পরিবেশ সুরক্ষায় জলাশয় টিকিয়ে রাখতে হবে। 

মেয়র বলেন, এডিস মশার পাশাপাশি এখন কিউলেক্স মশার চ্যালেঞ্জও চলে এসেছে। কিউলেক্স মশা জন্মে অপরিষ্কার পানিতে। এ জন্য খাল ও ডোবা পরিষ্কার রাখতে হবে। আজ তালতলার নতুনবাগ এলাকার ঝিল পরিষ্কার করে দিচ্ছি। তারপর এলাকাবাসীকে দায়িত্ব নিতে হবে যেন কেউ ময়লা না ফেলে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর এম সাইদুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত