Ajker Patrika

মাদারীপুরে ‘মাদকাসক্ত’ যুবকের হাতে বাবা খুনের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ‘মাদকাসক্ত’ যুবকের হাতে বাবা খুনের অভিযোগ

মাদারীপুরে ‘মাদকাসক্ত’ যুবক ইউসুফ বয়রার (২৫) হাতে তাঁর বাবা জলিল উদ্দিন বয়রা (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জলিল ছিলেন একজন আচার বিক্রেতা।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে জলিল উদ্দিন বয়রা স্থানীয় মিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আচার বিক্রি করছিলেন। এ সময় তাঁর বড় ছেলে ইউসুফ বয়রা গিয়ে তাঁর কাছে মাদক খেতে টাকা চান। জলিল টাকা না দেওয়ায় ইউসুফ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করেন। আশপাশের লোকজন এগিয়ে গেলে ইউসুফ পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় জলিলকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ছেলে ফিরোজ বয়রা (২২) বলেন, ‘বড় ভাই ইউসুফ মাদকের টাকার জন্য তাঁর বাবাকে নানাভাবে বিরক্ত করতেন। আজ মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যাই করে ফেললেন। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’

বাহাদুরপুর ইউনিয়নের গ্রামপুলিশ মো. সাহাবুদ্দিন শেখ বলেন, বিদ্যালয়ের কাছে জলিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে ইউসুফ বয়রা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত