Ajker Patrika

মাদারীপুরে বোমা বিস্ফোরণ: চিকিৎসাধীন আরেক কৃষকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২২: ৫৪
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: চিকিৎসাধীন আরেক কৃষকের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরণে আহত হারুন ঢালী (৪০) নামে আরেক কৃষক মারা গেছেন। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত কৃষক উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের আব্দুল সাত্তার ঢালীর ছেলে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বোমা বিস্ফোরণে এর আগে মোদাচ্ছের শিকদার নামে একজন ঘটনাস্থলে মারা যান। এরপর শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের হারুন ঢালী নামে আরও একজন মারা যান। 

হারুন ঢালীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ মার্চ) মাদারীপুরের কালকিনির নতুন চর দৌলতখান এলাকার আড়িয়াল খাঁ নদের পাশে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার (৪৫) নামে এক কৃষক মারা যায়। এই ঘটনায় হারুন ঢালী ও দাদন ঢালী নামের আরও দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। 

এদিকে আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হারুন ঢালী মারা যান। নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বোমার আঘাতের পোড়া চিহ্ন আছে। 

নাম না প্রকাশে স্থানীয় কয়েকজন জানান, মাদারীপুরের কালকিনির নতুন চর দৌলতখান এলাকার আড়িয়াল খাঁ নদের পাশে বসে কয়েকজন যুবক বোমা বানাচ্ছিল। সেই বোমা বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত