Ajker Patrika

জেব্রার মৃত্যুর কারণ অনুসন্ধানে সিআইডির উচ্চ ক্ষমতাসম্পন্ন টিম সাফারি পার্কে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৩৬
জেব্রার মৃত্যুর কারণ অনুসন্ধানে সিআইডির উচ্চ ক্ষমতাসম্পন্ন টিম সাফারি পার্কে

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যু ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল সাফারি পার্ক পরিদর্শন করেছে। এ সময় তারা মাটিসহ প্রাণীগুলোর বিভিন্ন নমুনা সংগ্রহ করে। 

আজ সোমবার দুপুর সাড়ে ১১টা দিকে সিআইডির হেডকোয়ার্টারের ডিআইজি ইমান হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল সাফারি পার্কে আসেন। পার্কের জেব্রা বেষ্টনীসহ সকল প্রাণীর বেষ্টনী ঘুরে ঘুরে নমুনা নেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সিআইডির এসপি মোহাম্মদ রিয়াজুর হক, কেমিক্যাল বিশেষজ্ঞ নাজমুল হকসহ অন্যরা। 

জানা যায়, মৃত প্রাণীগুলো নমুনাসহ তাদের বেষ্টনীর মাটি খাদ্যসহ বিভিন্ন নমুনা সিআইডি তাদের নিজস্ব ল্যাবে পরীক্ষা করবে। এরপর এই রিপোর্টগুলো গঠিত তদন্ত কমিটির নিকট জমা দেবে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টা দিকে সিআইডির একটি টিম সাফারি পার্কের কোর সাফারিতে প্রবেশ করেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর সাফারিতে কাজ করে ৪টার দিকে পার্ক ত্যাগ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত