Ajker Patrika

উন্মুক্ত পাঠাগার খুলে দেওয়ার দাবিতে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি
উন্মুক্ত পাঠাগার খুলে দেওয়ার দাবিতে জবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উন্মুক্ত পাঠাগার খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের নামে বন্ধ করে রাখা হয়েছে উন্মুক্ত পাঠাগার। 

উন্মুক্ত লাইব্রেরি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জবির উন্মুক্ত পাঠাগার। এই পাঠাগারে প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী পড়ালেখা করত কিন্তু এখন এটি বন্ধ থাকায় পড়ার সুযোগ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। পাঠাগারটি খুলে দেওয়ার জন্য ভিসি বরাবর কয়েকবার স্মারকলিপি দেওয়া হয়েছে কিন্তু ফল পাওয়া যায়নি। 

শিক্ষার্থীরা বলেন, জবি উপাচার্য উন্মুক্ত পাঠাগার খুলে দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানকে উন্মুক্ত পাঠাগারের জন্য কয়েকটি কক্ষ খুলে দেওয়ার কথা বললে তিনি বলেছেন, ওপর মহল থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। 

এ বিষয়ে জানতে চাইলে জবি ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বৃহস্পতিবারে উন্মুক্ত লাইব্রেরি খুলে দেওয়া হবে এবং সেই সঙ্গে জবির কেন্দ্রীয় লাইব্রেরি বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত