নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কথিত হিজরতে বের হওয়া তিন তরুণ ও এক কিশোর আত্মসমর্পণ করেছেন। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তাঁরা পাহাড়ে সামরিক প্রশিক্ষণে অংশ নেন। কিছুদিন পর ভুল বুঝতে পেরে পালানোর চেষ্টা করে ধরা পড়েন। দ্বিতীয়বারের চেষ্টায়ও ব্যর্থ হন। দুবারই চরম নির্যাতনের শিকার হতে হয় তাঁদের। তবে গত মার্চে কয়েকজন পালাতে সমর্থ হন। তাঁদেরই চারজন গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ র্যাব-১১ কার্যালয়ে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ করা চারজনের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে। বাকি তিনজন হলেন সিলেটের ওসমানীনগরের মো. হাসান সাইদ ও শেখ আহমেদ মামুন এবং মাদারীপুরের মো. ইয়াছিন।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে গতকাল বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা সদর থেকে আট তরুণ নিখোঁজ হন। তাঁদের পরিবার কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্ত করতে গিয়ে র্যাব ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের একটি নতুন জঙ্গি সংগঠনের তথ্য পায়।
র্যাব জানতে পারে, এই সংগঠনের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফের’ সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। পরে ২০২২ সালের অক্টোবর থেকে দেশের বিভিন্ন স্থানে ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইতিমধ্যে নতুন এই জঙ্গি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৭৮ জন এবং ‘কেএনএফের’ ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আত্মসমর্পণকারীদের বিষয়ে কমান্ডার মঈন বলেন, তাঁরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেও তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের ফিরে আসার বিষয়টি আদালত নিশ্চয়ই বিবেচনা করবেন। এ ক্ষেত্রে র্যাবের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। তবে এখনো নিখোঁজ সাত তরুণকে খুঁজছে র্যাব।
কথিত হিজরতে বের হওয়া তিন তরুণ ও এক কিশোর আত্মসমর্পণ করেছেন। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে তাঁরা পাহাড়ে সামরিক প্রশিক্ষণে অংশ নেন। কিছুদিন পর ভুল বুঝতে পেরে পালানোর চেষ্টা করে ধরা পড়েন। দ্বিতীয়বারের চেষ্টায়ও ব্যর্থ হন। দুবারই চরম নির্যাতনের শিকার হতে হয় তাঁদের। তবে গত মার্চে কয়েকজন পালাতে সমর্থ হন। তাঁদেরই চারজন গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ র্যাব-১১ কার্যালয়ে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ করা চারজনের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে। বাকি তিনজন হলেন সিলেটের ওসমানীনগরের মো. হাসান সাইদ ও শেখ আহমেদ মামুন এবং মাদারীপুরের মো. ইয়াছিন।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে গতকাল বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা সদর থেকে আট তরুণ নিখোঁজ হন। তাঁদের পরিবার কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্ত করতে গিয়ে র্যাব ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের একটি নতুন জঙ্গি সংগঠনের তথ্য পায়।
র্যাব জানতে পারে, এই সংগঠনের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফের’ সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। পরে ২০২২ সালের অক্টোবর থেকে দেশের বিভিন্ন স্থানে ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইতিমধ্যে নতুন এই জঙ্গি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৭৮ জন এবং ‘কেএনএফের’ ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আত্মসমর্পণকারীদের বিষয়ে কমান্ডার মঈন বলেন, তাঁরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেও তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের ফিরে আসার বিষয়টি আদালত নিশ্চয়ই বিবেচনা করবেন। এ ক্ষেত্রে র্যাবের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। তবে এখনো নিখোঁজ সাত তরুণকে খুঁজছে র্যাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে