Ajker Patrika

হরিরামপুরে পশুর হাটে ক্রেতা বেশি বিক্রি কম

প্রতিনিধি, হরিরামপুর
হরিরামপুরে পশুর হাটে ক্রেতা বেশি বিক্রি কম

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায় সপ্তাহে দুই দিনে ঝিটকা ও নয়ারহাটে দুটি পশুর হাট বসে। দীর্ঘদিন পর এবার জমে উঠেছে হরিরামপুরের ঐতিহ্যবাহী ঝিটকার পশুহাট। ক্রেতা বিক্রেতায় মুখরিত হাটটি। কিন্তু ক্রেতারা সংখ্যা বেশি থাকলেও তাঁরা পশু কিনছেন না বলে জানিয়েছেন ইজারাদার ও বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা বলছেন গত দুই বছরের তুলনায় পশুর দাম এবার অত্যধিক। 

এ দিকে, গরু বিক্রেতারা বলছেন, অন্যান্যবারের মতোই গরুর দাম রয়েছে। অবশ্য ক্রেতারা বলছেন দর একটু বেশি। 

ঝিটকা হাটের রহিম শেখ নামের এক গরু বিক্রেতা জানান, তিনি একটি গরু নিয়ে এসেছেন যার দাম চাচ্ছেন দুই লাখ ৫০ হাজার টাকা। তবে দেড় লাখ টাকার মতো দাম করছেন ক্রেতারা। এখনো আশানুরূপ দাম হয়নি তাই বিক্রি করেননি বৈর জানান তিনি। 

আজ রোববার নয়ার হাটে গরু কিনতে আসা রফিক ও আজিজ নামের ক্রেতা জানান, গরুর দাম অত্যধিক বেশি। হাটে খামারি বা গরু পালনকারীর চেয়ে ব্যাপারী বেশি হওয়ায় দাম অনেক বেশি। যেহেতু আরও দুই দিন সময় পাবেন তাই এখনো পশু ক্রয় করেননি বরে জানান তাঁরা। 

ঝিটকা হাটের ইজারাদার মোস্তফা মুনশী বলেন, সোমবার থেকে ঝিটকায় ঈদের গরুর হাট বসবে। এবার বাড়ি থেকে গরু বেশি বিক্রি হয়েছে। তাই শনিবারের হাটে ক্রেতা থাকলেও বিক্রি কম। 

অন্যদিকে উপজেলা প্রশাসন করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য স্বাস্থ্য বিধি মেনে এসব হাট পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তবে অনেক ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য বিধি মানছেন না। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ' দুই হাটের ইজারাদারসহ ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতিকে হাটে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মানাতে আমরা কাজ করছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত