Ajker Patrika

কোটা আন্দোলনে হামলাকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৮: ১৭
কোটা আন্দোলনে হামলাকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি

সাভারে কোটা সংস্কার আন্দোলনে হামলাকারীদের বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে এই মানববন্ধন হয়। 

এ সময় শিক্ষার্থীরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নিহত, আহত এবং হামলার সঙ্গে যারা জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। 

শিক্ষার্থী মাহফুজ ইকবাল বলেন, ‘আজকেও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। হাসপাতাল থেকে খবর আসছে যে মৃত্যুর মিছিল থামছে না। কতটা নির্মম হলে, কতটা পাষণ্ড হলে এ ধরনের হামলা করতে পারে! আমরা সব সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যেন ট্রাইব্যুনাল গঠনের জন্য সোচ্চার হন।’ 

অপর শিক্ষার্থী দেওয়ান ফয়সাল বলেন, ‘আন্দোলন ঘিরে সংঘাত ও হতাহতের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। সারা দেশের শিক্ষার্থীদের অনুরোধ করছি একই সুরে তারাও যেন সুর মেলায়। তারাও যেন জড়িতদের দ্রুত বিচারের দাবি তোলে।’

মানববন্ধনে সাভারের গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। এ ছাড়া শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন কয়েকজন আইনজীবীও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত