Ajker Patrika

যুক্তরাষ্ট্র যেতে ভাইয়ের কাছে এসেছিলেন, ঢাবির জগন্নাথ হলে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
যুক্তরাষ্ট্র যেতে ভাইয়ের কাছে এসেছিলেন, ঢাবির জগন্নাথ হলে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সৌরভ মল্লিক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সৌরভের বড় ভাই গৌতম মল্লিক জানান, তিনি ঢাবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের তৃতীয় বর্ষের ছাত্র। থাকেন জগন্নাথ হলের পাঁচতলায় ৪৩২ নম্বর কক্ষে। তাঁর ছোট ভাই সৌরভ উচ্চ মাধ্যমিক পাস করে। যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা করছিল।

তিনি জানান, তাঁদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘলকান্দি গ্রামে। বাবার নাম গৌরাঙ্গ মল্লিক। ছোট ভাই সৌরভ গ্রামের একটি কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছে। উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তুতি চলছিল। ভিসাও হয়ে গেছে। চলতি মাসের যে কোনো দিন ফ্লাইট হওয়ার কথা। 

গৌতম মল্লিক বলেন, ‘একটা মৌখিক পরীক্ষা দিতে গত ২৬ অক্টোবর ঢাকায় আমার হলে ওঠে সৌরভ। আজ রাত সাড়ে ৮টার দিকে হলের মধ্যে মাথা ঘুরে পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত