Ajker Patrika

হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২২, ২০: ১৯
হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রাজধানীর মিন্টো রোডের হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে রমনা থানা-পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, নিহতের নাম সুব্রত সাহা (৫২)। তিনি ওই হোটেলের একজন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাস্থলে থাকা নিহত সুব্রতর বন্ধু সুমন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সুব্রত সাহা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২২ বছর ধরে কর্মরত ছিলেন। তাঁর নবম শ্রেণিতে পড়া একটি মেয়ে রয়েছে।’  

লাশের বিবরণ দিয়ে সুমন বলেন, ‘মরদেহটি যেভাবে পড়েছিল তাতে এটাকে আত্মহত্যা বলা যায়না। কেউই মেরে হোটেলের সানসেটে রেখে গিয়েছে। হোটেলের লোকজন বলছেন সুব্রত ডিপ্রেশনে ছিলেন কিন্তু তাঁর পরিবারের দাবি তাঁর ভেতরে কোন ডিপ্রেশন ছিল না।’

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি; তিনি ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন। তবে কীভাবে তিনি পড়লেন বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না, এ বিষয়গুলো তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।’

ঘটনাস্থলে থাকা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন বলেন, ‘আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছি। তদন্তের পরই তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত