Ajker Patrika

গোপালপুরে বখাটেদের হামলায় ৩ শিক্ষক আহত, গ্রেপ্তার ২ 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গোপালপুরে বখাটেদের হামলায় ৩ শিক্ষক আহত, গ্রেপ্তার ২ 

টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের ভেতর স্থানীয় বখাটেদের হামলায় প্রধান শিক্ষক তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল সোমবার দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈল মেহেরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারীসহ (৪৮), সহকারী শিক্ষক সোলায়মান হোসেন ও শাহনাজ পারভীন। 

জানা যায়, স্থানীয় বখাটে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করেন। এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাঁদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় প্রধান শিক্ষক এসে বাধা দিলে বখাটেরা তাঁকেও বেধড়ক প্রহার করে মোবাইল ছিনিয়ে নেন। অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

হামলার ঘটনার পর ওই দিন বিকেলে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী (৪৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামির হলেন, জামতৈল এলাকার মো. আ. মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বী (২০)। এ ছাড়া এ মামলায় বহিরাগত আরও ২ / ৩ জনকে আসামি করা হয়। 

এদিকে এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 

এ বিষয়ে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া মাত্র দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত