গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের ভেতর স্থানীয় বখাটেদের হামলায় প্রধান শিক্ষক তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈল মেহেরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারীসহ (৪৮), সহকারী শিক্ষক সোলায়মান হোসেন ও শাহনাজ পারভীন।
জানা যায়, স্থানীয় বখাটে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করেন। এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাঁদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় প্রধান শিক্ষক এসে বাধা দিলে বখাটেরা তাঁকেও বেধড়ক প্রহার করে মোবাইল ছিনিয়ে নেন। অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
হামলার ঘটনার পর ওই দিন বিকেলে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী (৪৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামির হলেন, জামতৈল এলাকার মো. আ. মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বী (২০)। এ ছাড়া এ মামলায় বহিরাগত আরও ২ / ৩ জনকে আসামি করা হয়।
এদিকে এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া মাত্র দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের গোপালপুরে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের ভেতর স্থানীয় বখাটেদের হামলায় প্রধান শিক্ষক তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈল মেহেরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারীসহ (৪৮), সহকারী শিক্ষক সোলায়মান হোসেন ও শাহনাজ পারভীন।
জানা যায়, স্থানীয় বখাটে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করেন। এ সময় সহকারী শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাঁদের কাছে গিয়ে ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় প্রধান শিক্ষক এসে বাধা দিলে বখাটেরা তাঁকেও বেধড়ক প্রহার করে মোবাইল ছিনিয়ে নেন। অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
হামলার ঘটনার পর ওই দিন বিকেলে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী (৪৮) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামির হলেন, জামতৈল এলাকার মো. আ. মজিদের ছেলে হৃদয় (১৯) ও মো. মিজানুর রহমানের ছেলে রাব্বী (২০)। এ ছাড়া এ মামলায় বহিরাগত আরও ২ / ৩ জনকে আসামি করা হয়।
এদিকে এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া মাত্র দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৫ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪১ মিনিট আগে