টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ‘পাহাড়ে শান্তি ফেরাতে যৌথ বাহিনীর সঙ্গে বিমান বাহিনীও জড়িত রয়েছে। আমাদের অত্যাধুনিক ইউআইভি আছে। যখনই প্রয়োজন হচ্ছে ব্যবহার করছি। এ ছাড়া স্থলশক্তিতে প্রয়োজন হলে আমরা যথেষ্ট এয়ার সাপোর্ট দিতে পারব। কারণ সেই সক্ষমতাও বিমান বাহিনীর রয়েছে।’
আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর প্রধান এসব কথা বলেন।
বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাই না। কিন্তু কেউ যদি কখনো আমাদের আঘাত করার চেষ্টা করে, আমরা তার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আমাদের সেই সক্ষমতা রয়েছে।’
এয়ার মার্শাল হাসান মাহমুদ খান আরও বলেন, ‘শিগগিরই আমরা আরও ভালো ভালো বিমান পাব বলে আশা করি। আগামী তিন বছরে বিমান বাহিনীকে আরও আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতি করার চেষ্টা করব।’
এর আগে বিমান বাহিনীর প্রধান টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমানবাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ‘পাহাড়ে শান্তি ফেরাতে যৌথ বাহিনীর সঙ্গে বিমান বাহিনীও জড়িত রয়েছে। আমাদের অত্যাধুনিক ইউআইভি আছে। যখনই প্রয়োজন হচ্ছে ব্যবহার করছি। এ ছাড়া স্থলশক্তিতে প্রয়োজন হলে আমরা যথেষ্ট এয়ার সাপোর্ট দিতে পারব। কারণ সেই সক্ষমতাও বিমান বাহিনীর রয়েছে।’
আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর প্রধান এসব কথা বলেন।
বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাই না। কিন্তু কেউ যদি কখনো আমাদের আঘাত করার চেষ্টা করে, আমরা তার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আমাদের সেই সক্ষমতা রয়েছে।’
এয়ার মার্শাল হাসান মাহমুদ খান আরও বলেন, ‘শিগগিরই আমরা আরও ভালো ভালো বিমান পাব বলে আশা করি। আগামী তিন বছরে বিমান বাহিনীকে আরও আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতি করার চেষ্টা করব।’
এর আগে বিমান বাহিনীর প্রধান টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমানবাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৩ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে