উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আলমগীর হোসেন (১৮)। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২৪ নং সড়কের ৮ নম্বর প্লটের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিক হলেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আতাতুলির কোদালকায়াটি গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। ভবনটিতে তিনি রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান অপূর্ব আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বহুতল ভবনের নির্মাণকাজ করতে গিয়ে ৮ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভবনের চারপাশে কোনো ধরণের নিরাপত্তা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ চলছিল।
ভবনটির রাজমিস্ত্রী মো. বেলাল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দৈনিক রোজ (হাজিরা) হিসেবে কাজ করি। আজ চারদিন ধরে কাজ করছি। নিহত আলমগীর রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করত। সে নির্মাণাধীন আট তলা ভবনটির ছাদের ওপর টয়লেটের কাজ করছিল। সেখানে কোনো নিরাপত্তা ছিল না। সেখান থেকে নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।’
তিনি বলেন, ‘আমি ওই সময় ভবনটির বাইরে মাচার ওপর কাজ করছিলাম। নিচে দুজন শ্রমিক ছিল।’
অপর রাজমিস্ত্রী মো. আরিফ হোসেন বলেন, নিহত শ্রমিক টয়লেটের ওয়াল প্লাস্টারের কাজ করছিলেন। রাজমিস্ত্রীর সেফটি বেল্ট থাকলেও সহযোগী আলমগীরের কোনো সেফটি বেল্ট ছিল না। তাই সে পড়ে গিয়ে মারা গেছে।
ভবনটির ইঞ্জিনিয়ার মিশাইলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এক্সিডেন্টলি ঘটনা ঘটেছে। নিহত আলমগীর আউট সাইডে টয়লেটের কাজ করছিল।
সেফটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকেরা কাজ করছে, এক মাসও হয়নি। সব সময় তাঁরা সেফটি মানে না।
ভবনটির নির্মাণ কাজ করছিল বিল্ডিং কেয়ার ডেভেলপমেন্ট লি. নামের একটি কোম্পানি। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আলমগীর হোসেন (১৮)। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২৪ নং সড়কের ৮ নম্বর প্লটের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিক হলেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আতাতুলির কোদালকায়াটি গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। ভবনটিতে তিনি রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান অপূর্ব আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বহুতল ভবনের নির্মাণকাজ করতে গিয়ে ৮ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভবনের চারপাশে কোনো ধরণের নিরাপত্তা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কাজ চলছিল।
ভবনটির রাজমিস্ত্রী মো. বেলাল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দৈনিক রোজ (হাজিরা) হিসেবে কাজ করি। আজ চারদিন ধরে কাজ করছি। নিহত আলমগীর রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করত। সে নির্মাণাধীন আট তলা ভবনটির ছাদের ওপর টয়লেটের কাজ করছিল। সেখানে কোনো নিরাপত্তা ছিল না। সেখান থেকে নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।’
তিনি বলেন, ‘আমি ওই সময় ভবনটির বাইরে মাচার ওপর কাজ করছিলাম। নিচে দুজন শ্রমিক ছিল।’
অপর রাজমিস্ত্রী মো. আরিফ হোসেন বলেন, নিহত শ্রমিক টয়লেটের ওয়াল প্লাস্টারের কাজ করছিলেন। রাজমিস্ত্রীর সেফটি বেল্ট থাকলেও সহযোগী আলমগীরের কোনো সেফটি বেল্ট ছিল না। তাই সে পড়ে গিয়ে মারা গেছে।
ভবনটির ইঞ্জিনিয়ার মিশাইলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এক্সিডেন্টলি ঘটনা ঘটেছে। নিহত আলমগীর আউট সাইডে টয়লেটের কাজ করছিল।
সেফটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকেরা কাজ করছে, এক মাসও হয়নি। সব সময় তাঁরা সেফটি মানে না।
ভবনটির নির্মাণ কাজ করছিল বিল্ডিং কেয়ার ডেভেলপমেন্ট লি. নামের একটি কোম্পানি। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে উল্টে যাওয়া তুলাবোঝাই একটি ট্রাক অনেক চেষ্টার পর সরানো গেছে। আজ মঙ্গলবার দুপুরে রেকারসহ পর্যাপ্ত সরঞ্জাম এনে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে ট্রাকটি সরায়। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন এ কথা নিশ্চিত করেন।
৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে এসে মো. হাসিম নামের এক যুবক অপহরণের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে ছেলে অপহরণের বিষয়টি জানান হাসিমের বাবা নুর হোসেন। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন বলে তিনি জানান।
১৯ মিনিট আগেএক দিনের মাথায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইউএনও মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে
৩৮ মিনিট আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র দুর্গাসাগর দিঘিতে অশ্লীলতা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন যুগলকে আটক করা হয়। পরে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
৩৯ মিনিট আগে