Ajker Patrika

বিমানবন্দরে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণ-ডায়মন্ডসহ গ্রেপ্তার ২

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০০: ৩৫
বিমানবন্দরে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণ-ডায়মন্ডসহ গ্রেপ্তার ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার ও ডায়মন্ডসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ ও বিমানবন্দর এপিবিএন। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইএকে-৫৮৪ ফ্লাইটে গতকাল রোববার রাত ১১টার দিকে অবতরণের পর গ্রিন চ্যানেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জগতপুরের ১ নং ওয়ার্ডের আব্দুল হামিদের ছেলে শাহজাহান মিয়া (৩৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মছিয়াল গ্রামের জামাল উদ্দিনের ছেলে জিহাদুল ইসলাম (২৮)। 

গ্রেপ্তারদের কাছ থেকে ২৩২ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার, ৭১৪. ৮৭৬ গ্রাম ওজনের হীরক ও অন্যান্য পাথরের ১৮টি নেকলেস এবং স্টোন ও ট্যাগসহ একটি চেইন, ১৫১০. ৩২ গ্রাম ওজনের হীরক ও অন্যান্য পাথরের ২৭৮টি আংটি, ৩১. ৯৯ গ্রাম ওজনের হীরক ও অন্যান্য পাথরের ছয়টি চেইন, ৮২ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের চুড়ি, ১০ গ্রাম ওজনের চার জোড়া কানের দুল এবং চার গ্রাম ওজনের একটি লকেটসহ একটি চেইন জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণ ২ কেজি ৫৮৫.১৮৬ গ্রাম। স্বর্ণালংকারগুলো ক্যানোপিতে অবস্থানরত জিহাদুলকে দেওয়ার কথা ছিল। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ ও সাত কোটি টাকারও বেশি মূল্যের ডায়মন্ডের অলংকারসহ শাহজাহান মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ক্যানোপিতে অবস্থানরত জিহাদুল ইসলামকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন গ্রেপ্তার করে 

ডিসি সানোয়ারুল বলেন, ‘ব্যাগেজ স্ক্যানিংকালে তার ব্যাগের ভেতর স্বর্ণালংকারের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে তল্লাশি করে এসব স্বর্ণ ও হীরকের অলংকার জব্দ করা হয়।’ 

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে এবং শুল্ক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত