ফরিদপুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে) গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা টোল আদায় করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় ১৫ হাজার ৬৫০টি যানবাহন পারাপার হয়েছে। এই এক্সপ্রেসওয়েতে প্রথম দিন যান চলাচলে ধীরগতি থাকলেও দ্বিতীয় দিনে এসে তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থানে অবস্থিত টোল প্লাজায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হয়। প্রথম দিন চারটি বুথে টোল আদায় করা হয়। পরে যানজটের কারণে কর্তৃপক্ষ বুথ বৃদ্ধি করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুথ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকেই টোল প্লাজায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে। তবে আজ শনিবার স্বাভাবিক হয়েছে যানবাহন পারাপার।
বগাইল টোল প্লাজার ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, প্রথম দিন শুক্রবার টোল প্লাজায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। কিন্তু আজ শনিবার যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাতে টোল প্লাজায় যানবাহন পারাপার সমস্যা না হয় সে কারণে আরও বুথ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মো. ফারুক হোসেন আরও বলেন, আটটি বুথের মধ্যে ঢাকা থেকে আসা যানবাহনের জন্য দুটি এবং ঢাকাগামী যানবাহনের জন্য ছয়টি বুথ চালু রয়েছে। এ ছাড়া আরও চারটি বুথ চালু করা হবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হামিদউদ্দিন আহমেদ জানান, হাইওয়ে থানার সদস্যরা টোল এলাকায় কর্মরত রয়েছেন। যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে) গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা টোল আদায় করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় ১৫ হাজার ৬৫০টি যানবাহন পারাপার হয়েছে। এই এক্সপ্রেসওয়েতে প্রথম দিন যান চলাচলে ধীরগতি থাকলেও দ্বিতীয় দিনে এসে তা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থানে অবস্থিত টোল প্লাজায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হয়। প্রথম দিন চারটি বুথে টোল আদায় করা হয়। পরে যানজটের কারণে কর্তৃপক্ষ বুথ বৃদ্ধি করে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুথ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকেই টোল প্লাজায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে। তবে আজ শনিবার স্বাভাবিক হয়েছে যানবাহন পারাপার।
বগাইল টোল প্লাজার ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, প্রথম দিন শুক্রবার টোল প্লাজায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। কিন্তু আজ শনিবার যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাতে টোল প্লাজায় যানবাহন পারাপার সমস্যা না হয় সে কারণে আরও বুথ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মো. ফারুক হোসেন আরও বলেন, আটটি বুথের মধ্যে ঢাকা থেকে আসা যানবাহনের জন্য দুটি এবং ঢাকাগামী যানবাহনের জন্য ছয়টি বুথ চালু রয়েছে। এ ছাড়া আরও চারটি বুথ চালু করা হবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হামিদউদ্দিন আহমেদ জানান, হাইওয়ে থানার সদস্যরা টোল এলাকায় কর্মরত রয়েছেন। যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৪ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৮ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে