নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের পকেট কাটছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির তথ্য বলছে, করপোরেট গ্রুপগুলো খেয়ালখুশিমতো বিভিন্ন সময় ডিম, মুরগি, পোলট্রি ফিড ও বাচ্চার দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়াচ্ছে। এর মাধ্যমে বাজারে ডিম-মুরগির বাড়তি দাম জায়েজ করার চেষ্টা করছে।
বিপিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট একটি ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন খরচ ছিল ২৮-৩০ টাকা। আর বিক্রয় দাম ছিল ৩৫ টাকা। কালার বার্ড সোনালি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ২০-২২ টাকা। বিক্রি হয়েছিল ৩০-৩২ টাকায়। ডিমের লেয়ার বাচ্চা উৎপাদন খরচ ২০-২৫, বিক্রি হয় ৪৫-৫০ টাকায়।
কী এমন উৎপাদন খরচ বাড়ল যে ২০ দিনের ব্যবধানে আজ ১৩ সেপ্টেম্বরে কোনো কারণ ছাড়াই সেই বাচ্চা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়, কালার বার্ড সোনালি মুরগির বাচ্চা ৫০-৫৫ টাকা, আর লেয়ার মুরগির বাচ্চা ৬৫-৭০ টাকায়।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, কেন কয়েক দিন পরপর ডিম-মুরগির দাম বাড়ে, এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। আগে করপোরেট গ্রুপ ফিড ও বাচ্চা উৎপাদন করত। তখন কোনো অস্থিরতা ছিল না। কিন্তু ২০২০ সালের করোনা মহামারির পর থেকে করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগি উৎপাদন শুরু করে। এরপর থেকেই বাজার অস্থিরতা শুরু হয়েছে।
করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের পকেট কাটছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির তথ্য বলছে, করপোরেট গ্রুপগুলো খেয়ালখুশিমতো বিভিন্ন সময় ডিম, মুরগি, পোলট্রি ফিড ও বাচ্চার দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়াচ্ছে। এর মাধ্যমে বাজারে ডিম-মুরগির বাড়তি দাম জায়েজ করার চেষ্টা করছে।
বিপিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট একটি ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন খরচ ছিল ২৮-৩০ টাকা। আর বিক্রয় দাম ছিল ৩৫ টাকা। কালার বার্ড সোনালি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ২০-২২ টাকা। বিক্রি হয়েছিল ৩০-৩২ টাকায়। ডিমের লেয়ার বাচ্চা উৎপাদন খরচ ২০-২৫, বিক্রি হয় ৪৫-৫০ টাকায়।
কী এমন উৎপাদন খরচ বাড়ল যে ২০ দিনের ব্যবধানে আজ ১৩ সেপ্টেম্বরে কোনো কারণ ছাড়াই সেই বাচ্চা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়, কালার বার্ড সোনালি মুরগির বাচ্চা ৫০-৫৫ টাকা, আর লেয়ার মুরগির বাচ্চা ৬৫-৭০ টাকায়।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, কেন কয়েক দিন পরপর ডিম-মুরগির দাম বাড়ে, এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। আগে করপোরেট গ্রুপ ফিড ও বাচ্চা উৎপাদন করত। তখন কোনো অস্থিরতা ছিল না। কিন্তু ২০২০ সালের করোনা মহামারির পর থেকে করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগি উৎপাদন শুরু করে। এরপর থেকেই বাজার অস্থিরতা শুরু হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় জামালপুর শহরের আমলাপাড়া নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মিনিট আগেনিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৯ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে