Ajker Patrika

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২২: ১৭
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার যাত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে পলাশ থানার পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের মধ্যে একজন হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখোলা গ্রামের সুরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ (৪০)। এ ছাড়া নিহত হওয়া এক নারীর পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তিনি জানান, আজ বিকেল ৪টার দিকে পাঁচদোনা থেকে শিশুসহ ছয়জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। 

ওসি আরও জানান, ঘটনাস্থলে অটোযাত্রী পংকজ নাথ নিহত হন। আহত হন নারীসহ আরও পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল ও নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে ও দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘নিহতদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত