প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মানবিক কারণ ছাড়া কোন যাত্রীবাহী যানবাহন ফেরিতে উঠতে দিচ্ছে না ঘাটে দায়িত্বরত থাকা ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা। ফলে সাধারণ যাত্রীবাহী প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট যানবাহন ফেরিতে পারাপার বন্ধ রয়েছে। শুধু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি এবং রোগী ও মরদেহের সঙ্গে থাকা স্বজনদের গাড়িই পার হতে পারছে।
শিবচরের বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের সংখ্যা রয়েছে ১২০ টি। আজ রোববার রাত পর্যন্ত এগুলো পার করা সম্ভব হবে বলে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।
এদিকে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোর বাংলাবাজার ঘাটে আসতে সময় বেশি ব্যয় হচ্ছে। মূল পদ্মা পাড়ি দিয়ে চ্যানেলে প্রবেশ করতে স্রোতের মুখোমুখি হতে হয় ফেরিগুলোর। তীব্র স্রোত উপেক্ষা করে চলতে না পারায় তিনটি ডাম্প ফেরি বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়ি পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী কোন যানবাহন ফেরিতে পার করা হচ্ছে না। বাংলাবাজার ঘাটে শিমুলিয়াগামী পরিবহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। তবে শিমুলিয়া থেকে আসা ফেরিতে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সে থাকার রোগীর স্বজনদের প্রাইভেটকার ও মাইক্রোবাস রয়েছে।’
এদিকে আজ দুপুরে শিমুলিয়া থেকে আসা যাত্রী মো. হানিফ জানান, ‘আমার এক আত্মীয় সকালে মারা গেছেন। এই খবর পেয়ে বাড়ি আসছি। ফেরিতে তেমন কোন ভিড় দেখিনি। ট্রাক এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি কিছু প্রাইভেটকার ছিল। এ ছাড়া সাধারণ কিছু যাত্রীদের দেখা গেছে। যারা বিভিন্ন উপায়ে ঢাকা থেকে জরুরি কাজে বাড়ি ফিরছে।’
বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ‘পদ্মায় স্রোত বেড়েছে। ফলে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। রোববার সকাল থেকে ১০টি ফেরি চলছে। ফেরিতে যাত্রীবাহী কোন যানবাহন পার হতে দেওয়া হচ্ছে না।’
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জামালউদ্দিন বলেন, ‘ঘাটে প্রবেশ পথে পুলিশের চেক পোস্ট রয়েছে। সেখান থেকেই সাধারণ যাত্রীবাহী কোন গাড়ি এলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন বা চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়া যাত্রীদের ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে গত দুই দিন ধরে রোগী বা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের গাড়ি ছাড়া সাধারণ কোন যাত্রীদের ঘাটে প্রবেশ করতে দেখা যায়নি।’
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মানবিক কারণ ছাড়া কোন যাত্রীবাহী যানবাহন ফেরিতে উঠতে দিচ্ছে না ঘাটে দায়িত্বরত থাকা ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা। ফলে সাধারণ যাত্রীবাহী প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট যানবাহন ফেরিতে পারাপার বন্ধ রয়েছে। শুধু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি এবং রোগী ও মরদেহের সঙ্গে থাকা স্বজনদের গাড়িই পার হতে পারছে।
শিবচরের বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের সংখ্যা রয়েছে ১২০ টি। আজ রোববার রাত পর্যন্ত এগুলো পার করা সম্ভব হবে বলে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।
এদিকে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিমুলিয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোর বাংলাবাজার ঘাটে আসতে সময় বেশি ব্যয় হচ্ছে। মূল পদ্মা পাড়ি দিয়ে চ্যানেলে প্রবেশ করতে স্রোতের মুখোমুখি হতে হয় ফেরিগুলোর। তীব্র স্রোত উপেক্ষা করে চলতে না পারায় তিনটি ডাম্প ফেরি বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। ফেরিতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়ি পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী কোন যানবাহন ফেরিতে পার করা হচ্ছে না। বাংলাবাজার ঘাটে শিমুলিয়াগামী পরিবহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। তবে শিমুলিয়া থেকে আসা ফেরিতে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সে থাকার রোগীর স্বজনদের প্রাইভেটকার ও মাইক্রোবাস রয়েছে।’
এদিকে আজ দুপুরে শিমুলিয়া থেকে আসা যাত্রী মো. হানিফ জানান, ‘আমার এক আত্মীয় সকালে মারা গেছেন। এই খবর পেয়ে বাড়ি আসছি। ফেরিতে তেমন কোন ভিড় দেখিনি। ট্রাক এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি কিছু প্রাইভেটকার ছিল। এ ছাড়া সাধারণ কিছু যাত্রীদের দেখা গেছে। যারা বিভিন্ন উপায়ে ঢাকা থেকে জরুরি কাজে বাড়ি ফিরছে।’
বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, ‘পদ্মায় স্রোত বেড়েছে। ফলে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। রোববার সকাল থেকে ১০টি ফেরি চলছে। ফেরিতে যাত্রীবাহী কোন যানবাহন পার হতে দেওয়া হচ্ছে না।’
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জামালউদ্দিন বলেন, ‘ঘাটে প্রবেশ পথে পুলিশের চেক পোস্ট রয়েছে। সেখান থেকেই সাধারণ যাত্রীবাহী কোন গাড়ি এলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন বা চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়া যাত্রীদের ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে গত দুই দিন ধরে রোগী বা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের গাড়ি ছাড়া সাধারণ কোন যাত্রীদের ঘাটে প্রবেশ করতে দেখা যায়নি।’
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় জামালপুর শহরের আমলাপাড়া নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মিনিট আগেনিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৮ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে