Ajker Patrika

শাহজাহানপুরে নিজের গায়ে আগুন দেওয়া সেই গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১২: ২৩
শাহজাহানপুরে নিজের গায়ে আগুন দেওয়া সেই গৃহবধূর মৃত্যু

রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে আগুন দেওয়া অন্তঃসত্ত্বা সেই গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিমের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন। তিনি জানান, ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মীম। সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে গত শনিবার দুপুরে শাহজাহানপুর বাগিচা ঝিল মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মীম ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ছিল।

ঘটনার দিন তার মা পারভিন আক্তার জানান, তাঁদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। স্বামী রাম্মিমের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকত মীম। একই এলাকায় তারাও থাকেন। তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়।

পারভিন আক্তার অভিযোগ করে বলেন, বেশ কয়েক দিন যাবৎ তাদের সংসারে কলহ শুরু হয়। রাম্মিমের চরিত্র ভালো না। মীম তাকে বিভিন্ন কারণে ভালো হতে বলত। তবে সে মীমকে মানসিকভাবে নির্যাতন করত। সহ্য করতে না পেরে মীম নিজের গায়ে আগুন দিয়েছে।

রাম্মিম এলাকায় একটি ফ্লেক্সিলোডের দোকানে কাজ করেন। ঘটনার দিন তিনি বলেন, ঘটনার আগের রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। তারা দুজন দুজনকে সন্দেহ করত। এসব কারণে জেদ করে সে নিজের গায়ে নিজেই আগুন দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত