Ajker Patrika

ঝাড়ু বিক্রেতার গাভি বিক্রি করে টাকা ভাগাভাগি: বিএনপির নেতা-কর্মীর নামে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
বিএনপি নেতা মো. বাবলু সরকার। ছবি: সংগৃহীত
বিএনপি নেতা মো. বাবলু সরকার। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঝাড়ু বিক্রেতাকে মিথ্যা অপবাদ দিয়ে তুলে নিয়ে নির্যাতন ও গাভি বিক্রি করে দেওয়ার ঘটনায় সেই বিএনপি নেতা মো. বাবলু সরকারসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ভুক্তভোগী জাহাম্মদ আলী মুন্সি শ্রীপুর থানায় এই মামলা করেন।

আজ সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

মামলার আসামিরা হলেন কাওরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবলু সরকার, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সদস্য মো. কামরুল সরকার, ওসমান, মো. রমজান মিয়া, মো. ইব্রাহিম, আওয়াল ফকির ও মো. জাহাঙ্গীর।

জয়নাল আবেদীন মণ্ডল জানান, ঝাড়ু বিক্রেতাকে মিথ্যা অপবাদ দিয়ে সালিসে ডেকে এনে তাঁর একমাত্র সম্বল গাভি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর রাতে সালিসের নামে জাহাম্মদ আলী মুন্সির গোয়াল থেকে একটি গাভি নিয়ে বিক্রি করে দেন বিএনপি নেতা বাবলু সরকার। বিষয়টি গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আজকের পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। একপর্যায়ে শনিবার দিবাগত রাতে গাভি বিক্রির ৩০ হাজার টাকা ফেরত দেন বাবলু সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত