নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় সে সময়ে দায়িত্বে থাকা তিন পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থার রায় স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।
একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই তিন পুলিশ সদস্য হলেন, তখনকার সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী, এস আই হাবিবুর রহমান ও এএসআই মফিজুল ইসলাম।
এর আগে গত ২৮ অক্টোবর হাইকোর্ট পাঁচজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিন পুলিশ কর্মকর্তা ছাড়া বাকিরা হলেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ এবং আলী আসগরসহ দুই চৌকিদার।
গত বছরের ২ সেপ্টেম্বর ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকার দেলোয়ার বাহিনীর সদস্যরা। তাঁরা ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও চিত্রও ধারণ করেন এবং পরে কুপ্রস্তাব দেন। তিনি তাতে রাজি না হওয়ায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে সারা দেশে নিন্দার ঝড় ওঠে।
গত বছরের ৫ অক্টোবর ঘটনাটি আদালতের নজরে আনেন আইনজীবী জেড আই খান পান্না, অনীক আর হক ও আব্দুল্লাহ আল মামুন। নজরে আনার পর ফুটেজ সরাতে এবং ওই নারীর পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া বিষয়টি অনুসন্ধান করতে কমিটিও করে দেওয়া হয়। ওই কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় চৌকিদারের অবহেলা পাওয়া গেছে। প্রতিবেদনে তাঁদের বিষয়ে আদালত যৌক্তিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিতে পারেন বলে মত দেওয়া হয়। আজ মঙ্গলবার আদালতে পুলিশের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় সে সময়ে দায়িত্বে থাকা তিন পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থার রায় স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।
একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই তিন পুলিশ সদস্য হলেন, তখনকার সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী, এস আই হাবিবুর রহমান ও এএসআই মফিজুল ইসলাম।
এর আগে গত ২৮ অক্টোবর হাইকোর্ট পাঁচজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিন পুলিশ কর্মকর্তা ছাড়া বাকিরা হলেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ এবং আলী আসগরসহ দুই চৌকিদার।
গত বছরের ২ সেপ্টেম্বর ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকার দেলোয়ার বাহিনীর সদস্যরা। তাঁরা ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও চিত্রও ধারণ করেন এবং পরে কুপ্রস্তাব দেন। তিনি তাতে রাজি না হওয়ায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে সারা দেশে নিন্দার ঝড় ওঠে।
গত বছরের ৫ অক্টোবর ঘটনাটি আদালতের নজরে আনেন আইনজীবী জেড আই খান পান্না, অনীক আর হক ও আব্দুল্লাহ আল মামুন। নজরে আনার পর ফুটেজ সরাতে এবং ওই নারীর পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া বিষয়টি অনুসন্ধান করতে কমিটিও করে দেওয়া হয়। ওই কমিটির দেওয়া প্রতিবেদনে বলা হয়, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় চৌকিদারের অবহেলা পাওয়া গেছে। প্রতিবেদনে তাঁদের বিষয়ে আদালত যৌক্তিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিতে পারেন বলে মত দেওয়া হয়। আজ মঙ্গলবার আদালতে পুলিশের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির।
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে গুলি ছুড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্ধলক্ষাধিক টাকা লুটে নিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ৮-৯ জন কিশোর গ্যাং সদস্য মোটরসাইকেলে হেলমেট পরে এসে মো. সোহাগ ইসলাম (৪২) নামের একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে এই লুট
৬ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়েছেন আশিক ইকবাল নামের এক কর্মকর্তা। তিনি রুয়েটের সংস্থ
২০ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহত পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশ নেন।
২৪ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম
৩৪ মিনিট আগে