নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন। আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক।
ফজলুল হক বলেন, গ্রেপ্তার মাহামুদ হাসান (৩০) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা। তিনি দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তাঁর নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল হতো। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক করে হিযবুত তাহরীর লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম করত।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় আদালত তাঁকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ফজলুল হক আরও বলেন, গ্রেপ্তার মাহামুদ রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে হিযবুত তাহরীর সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। গ্রেপ্তার আসামির কাছ থেকে পাওয়া তথ্য যাচাইবাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন। আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক।
ফজলুল হক বলেন, গ্রেপ্তার মাহামুদ হাসান (৩০) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা। তিনি দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তাঁর নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল হতো। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক করে হিযবুত তাহরীর লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম করত।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় আদালত তাঁকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ফজলুল হক আরও বলেন, গ্রেপ্তার মাহামুদ রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে হিযবুত তাহরীর সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। গ্রেপ্তার আসামির কাছ থেকে পাওয়া তথ্য যাচাইবাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২৭ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে