Ajker Patrika

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা ১০ বছর পর গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪: ২৫
হিযবুত তাহরীরের শীর্ষ নেতা ১০ বছর পর গ্রেপ্তার 

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন। আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি ফজলুল হক।

ফজলুল হক বলেন, গ্রেপ্তার মাহামুদ হাসান (৩০) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা। তিনি দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তাঁর নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল হতো। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক করে হিযবুত তাহরীর লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম করত। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় আদালত তাঁকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ফজলুল হক আরও বলেন, গ্রেপ্তার মাহামুদ রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে হিযবুত তাহরীর সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। গ্রেপ্তার আসামির কাছ থেকে পাওয়া তথ্য যাচাইবাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত