ঢাবি প্রতিনিধি
মামলা আলাদা আলাদা না করে একসঙ্গে করার পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ‘বিচার করতে গেলে ডকুমেন্টস লাগবে। আমাদের কাছে কেমন ডকুমেন্টস আছে, তা দেখতে হবে। পর্যাপ্ত ডকুমেন্টস আছে কি না, না থাকলে সংগ্রহ করতে হবে। মামলা আলাদা আলাদা না করে একসঙ্গে করলে শক্তিশালী হবে। কোনো ধরনের বিতর্ক রাখা যাবে না।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টাশালী প্রদর্শনী গ্যালারিতে মায়ের ডাক আয়োজিত ‘জোরপূর্বক গুম-খুনের বিচার প্রক্রিয়া সংকট ও করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। গবেষক ও মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী ও সংগঠক সি আর আবরার, শিরীন হক ও মুস্তাইন জহির।
শিশির মনির বলেন, ‘আমরা অনেক কান্না করেছি, চোখের পানি শেষ হয়ে গেছে। আর কত কান্না করব? এখন বিচার করার সময়।’
শিশির মনির আরও বলেন, ‘আমাদের এ বিচার করতে গেলে দুভাবে করা যাবে। এক হলো—আমাদের অপরাধ ট্রাইব্যুনালে, সেটা করতে গেলে সংশোধন করতে হবে। কারণ, গুমের ধারা এখানে নেই। গুমের ধারা এখানে যুক্ত করতে হবে। অথবা আন্তর্জাতিকভাবে এর বিচার করতে হবে।’
এভিডেন্স কালেকশন ইজ এ আর্ট উল্লেখ করে শিশির মনির বলেন, ‘কালেকশন অব এভিডেন্স একটা শিল্প। এ শিল্পের দায়িত্ব পালন করার কথা ইনভেস্টিগেশন অফিসারের, ইনভেস্টিগেশন অফিসাররা এত ইফেশিয়েন্সি কাজ করেন না। যার কারণে তাঁরা এভিডেন্সগুলো যথাযথভাবে সংগ্রহ করতে পারেন না। না করতে পেরে তাঁরা আসামিদের রিমান্ডে নিয়ে মারধর করেন, নির্যাতন করেন। এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে এক্সেপ্টেবল হবে না। উই মাস্ট মেইনটেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড।’
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘আমি ট্রাইব্যুনাল সংশোধন করার কথা বলেছি, লিখিতভাবে দিয়ে আসছি। বলেছি, আন্তর্জাতিক ল ইয়ারদের এখানে আসতে দিন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বোর্ডের ল ইয়ার যারা, তাদের রাষ্ট্র আনতে চাইলে আনুক, ক্রিমিনাল আনতে চায় আনুক, আসামি আনতে চাইলে আনুক। আসামির অধিকারও আমাদের দিতে হবে।’
সি আর আবরার বলেন, ‘১০-১২ বছর ধরে কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি। অনেকে এখন আর আসে না। যাঁদের স্বজন গুম হয়েছেন, তাঁরাও মারা গেছেন অনেকে। এখন অনেকে জানতে চান, তাঁর বাবা বেঁচে আছে কি না। অনেক স্ত্রী জানতে চায়, সে সধবা নাকি বিধবা। অনেকের পরিবারকে বলা হয়েছিল নেওয়ার সময়, কাল থানায় গিয়ে নিয়ে আসা যাবে। যাচাই করে অপরাধী না হলে ছেড়ে দেওয়া হবে। থানায় গেলে অস্বীকার করা হয়েছে। আমরা এখান থেকে মুক্তি চাই। এগুলোর বিচার করতে হবে।’
শিরীন হক বলেন, ‘আপনারা (গুম হওয়াদের স্বজন) লেগে আছেন বলেই আমরা থাকতে পেরেছি। আপনাদের জন্য কতটুকু কাজ করতে পেরেছি, জানি না। ২০১৪ সালে প্রেসক্লাবে প্রথম প্রোগ্রামে শাহদীন মালিক বলেছিলেন, ‘সমষ্টিগতভাবে মামলা দিয়ে আন্তর্জাতিক আদালতে এর বিচার করতে হবে। আমরা তখন কল্পনা করতে পারিনি। তখন থেকে মায়ের ডাক হাল ছাড়েনি, মায়ের ডাক হাল ছাড়বে না। আমরা তাদের (প্রশাসন) কাছে গিয়ে দালিলিক প্রমাণ চেয়েছি। তারা বলেছে, আন্দোলনের সময় থানায় আক্রমণ করার কারণে ডকুমেন্টস হারিয়ে গেছে। এখনো সেই দলিলগুলো লুকিয়ে ফেলা হয়েছে কি না সন্দেহ তৈরি হচ্ছে, ভীতি তৈরি হচ্ছে। বিচার করে আমরা নতুন ইতিহাস তৈরি করতে পারব।’
মুস্তাইন জহির বলেন, ‘আমাদের মধ্যে যারা গুম হয়েছেন, তাঁদের মধ্যে কতজন বেঁচে আছেন, ভিন্ন দেশের কারাগারে আছেন, তা আমরা জানি না। সালাহউদ্দিন সাহেব (বিএনপি নেতা) এসেছেন, তিনি সত্যটা জাতির সামনে তুলে ধরবেন বলে বিশ্বাস। না হয় আমাদের দ্বিতীয় স্বাধীনতা ম্লান হয়ে যাবে। ডিজিএফআইয়ের ওখান থেকে, আয়নাঘর থেকে যারা বেঁচে ফিরে আসছেন, তাঁদের প্রধানকে তো আমরা চিনি। তাকে বিচারের আওতায় এনে পুরো লেয়ারটা ধরতে হবে। শুধু বিচার করলে হবে না, পুরো সিস্টেমকে উপড়ে ফেলতে হবে।’
আলোচনা সভায় গুম হওয়াদের স্বজনেরা ছবি নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি গ্যালারিতে গুম হওয়াদের নিয়ে বিভিন্ন ছবিরও প্রদর্শনী চলছে।
মামলা আলাদা আলাদা না করে একসঙ্গে করার পরামর্শ দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ‘বিচার করতে গেলে ডকুমেন্টস লাগবে। আমাদের কাছে কেমন ডকুমেন্টস আছে, তা দেখতে হবে। পর্যাপ্ত ডকুমেন্টস আছে কি না, না থাকলে সংগ্রহ করতে হবে। মামলা আলাদা আলাদা না করে একসঙ্গে করলে শক্তিশালী হবে। কোনো ধরনের বিতর্ক রাখা যাবে না।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টাশালী প্রদর্শনী গ্যালারিতে মায়ের ডাক আয়োজিত ‘জোরপূর্বক গুম-খুনের বিচার প্রক্রিয়া সংকট ও করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। গবেষক ও মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী ও সংগঠক সি আর আবরার, শিরীন হক ও মুস্তাইন জহির।
শিশির মনির বলেন, ‘আমরা অনেক কান্না করেছি, চোখের পানি শেষ হয়ে গেছে। আর কত কান্না করব? এখন বিচার করার সময়।’
শিশির মনির আরও বলেন, ‘আমাদের এ বিচার করতে গেলে দুভাবে করা যাবে। এক হলো—আমাদের অপরাধ ট্রাইব্যুনালে, সেটা করতে গেলে সংশোধন করতে হবে। কারণ, গুমের ধারা এখানে নেই। গুমের ধারা এখানে যুক্ত করতে হবে। অথবা আন্তর্জাতিকভাবে এর বিচার করতে হবে।’
এভিডেন্স কালেকশন ইজ এ আর্ট উল্লেখ করে শিশির মনির বলেন, ‘কালেকশন অব এভিডেন্স একটা শিল্প। এ শিল্পের দায়িত্ব পালন করার কথা ইনভেস্টিগেশন অফিসারের, ইনভেস্টিগেশন অফিসাররা এত ইফেশিয়েন্সি কাজ করেন না। যার কারণে তাঁরা এভিডেন্সগুলো যথাযথভাবে সংগ্রহ করতে পারেন না। না করতে পেরে তাঁরা আসামিদের রিমান্ডে নিয়ে মারধর করেন, নির্যাতন করেন। এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে এক্সেপ্টেবল হবে না। উই মাস্ট মেইনটেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড।’
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘আমি ট্রাইব্যুনাল সংশোধন করার কথা বলেছি, লিখিতভাবে দিয়ে আসছি। বলেছি, আন্তর্জাতিক ল ইয়ারদের এখানে আসতে দিন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বোর্ডের ল ইয়ার যারা, তাদের রাষ্ট্র আনতে চাইলে আনুক, ক্রিমিনাল আনতে চায় আনুক, আসামি আনতে চাইলে আনুক। আসামির অধিকারও আমাদের দিতে হবে।’
সি আর আবরার বলেন, ‘১০-১২ বছর ধরে কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি। অনেকে এখন আর আসে না। যাঁদের স্বজন গুম হয়েছেন, তাঁরাও মারা গেছেন অনেকে। এখন অনেকে জানতে চান, তাঁর বাবা বেঁচে আছে কি না। অনেক স্ত্রী জানতে চায়, সে সধবা নাকি বিধবা। অনেকের পরিবারকে বলা হয়েছিল নেওয়ার সময়, কাল থানায় গিয়ে নিয়ে আসা যাবে। যাচাই করে অপরাধী না হলে ছেড়ে দেওয়া হবে। থানায় গেলে অস্বীকার করা হয়েছে। আমরা এখান থেকে মুক্তি চাই। এগুলোর বিচার করতে হবে।’
শিরীন হক বলেন, ‘আপনারা (গুম হওয়াদের স্বজন) লেগে আছেন বলেই আমরা থাকতে পেরেছি। আপনাদের জন্য কতটুকু কাজ করতে পেরেছি, জানি না। ২০১৪ সালে প্রেসক্লাবে প্রথম প্রোগ্রামে শাহদীন মালিক বলেছিলেন, ‘সমষ্টিগতভাবে মামলা দিয়ে আন্তর্জাতিক আদালতে এর বিচার করতে হবে। আমরা তখন কল্পনা করতে পারিনি। তখন থেকে মায়ের ডাক হাল ছাড়েনি, মায়ের ডাক হাল ছাড়বে না। আমরা তাদের (প্রশাসন) কাছে গিয়ে দালিলিক প্রমাণ চেয়েছি। তারা বলেছে, আন্দোলনের সময় থানায় আক্রমণ করার কারণে ডকুমেন্টস হারিয়ে গেছে। এখনো সেই দলিলগুলো লুকিয়ে ফেলা হয়েছে কি না সন্দেহ তৈরি হচ্ছে, ভীতি তৈরি হচ্ছে। বিচার করে আমরা নতুন ইতিহাস তৈরি করতে পারব।’
মুস্তাইন জহির বলেন, ‘আমাদের মধ্যে যারা গুম হয়েছেন, তাঁদের মধ্যে কতজন বেঁচে আছেন, ভিন্ন দেশের কারাগারে আছেন, তা আমরা জানি না। সালাহউদ্দিন সাহেব (বিএনপি নেতা) এসেছেন, তিনি সত্যটা জাতির সামনে তুলে ধরবেন বলে বিশ্বাস। না হয় আমাদের দ্বিতীয় স্বাধীনতা ম্লান হয়ে যাবে। ডিজিএফআইয়ের ওখান থেকে, আয়নাঘর থেকে যারা বেঁচে ফিরে আসছেন, তাঁদের প্রধানকে তো আমরা চিনি। তাকে বিচারের আওতায় এনে পুরো লেয়ারটা ধরতে হবে। শুধু বিচার করলে হবে না, পুরো সিস্টেমকে উপড়ে ফেলতে হবে।’
আলোচনা সভায় গুম হওয়াদের স্বজনেরা ছবি নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি গ্যালারিতে গুম হওয়াদের নিয়ে বিভিন্ন ছবিরও প্রদর্শনী চলছে।
পঞ্চগড়ে দুই মাথাওয়ালা এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা সোয়া ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ছেলেশিশুটির জন্ম হয়। পরে বেলা সোয়া ১টার দিকে নবজাতক শিশু পর্যবেক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
১ মিনিট আগেগাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার আজিম সরদার ওরফে আজিম সিকদারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা দুই মামলার আসামি। আজ মঙ্গলবার ভোরে গাজীপুর সদরের মির্জাপুর বাজার এলাকা থেকে আজিমকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেরাজশাহী নয়, সব আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে চালুসহ আট দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
৮ মিনিট আগেশরীয়তপুর সদর হাসপাতালে রোগী হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধে যৌথ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ও পালং মডেল থানা–পুলিশ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু বক্করের নেতৃত্বে আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে এই অভিযান
১৫ মিনিট আগে