মানিকগঞ্জ প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ঢাকামুখী নিউ ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১১ জন।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় পল্লি বিদ্যুতের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তাঁর ছেলে হাফিজুল ইসলাম (৩৫) নিহত হন। এ ঘটনায় নিহত এখনো আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা এলাকা থেকে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নিউ ভিলেজ লাইন পরিবহনটি ছেড়ে আসে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলার বিভিন্নস্থান থেকে যাত্রী উঠে ও নামে। এরপর দুপর আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে আসলে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।
এতে মারাত্মক আহত হন আরো প্রায় ১১ জন। এদের মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পড়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহত ১১ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থলে দুজন এবং জেলা হাসপাতালে একজন নিহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ঢাকামুখী নিউ ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিনযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১১ জন।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় পল্লি বিদ্যুতের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তাঁর ছেলে হাফিজুল ইসলাম (৩৫) নিহত হন। এ ঘটনায় নিহত এখনো আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা এলাকা থেকে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নিউ ভিলেজ লাইন পরিবহনটি ছেড়ে আসে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ও ঘিওর উপজেলার বিভিন্নস্থান থেকে যাত্রী উঠে ও নামে। এরপর দুপর আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে আসলে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যান।
এতে মারাত্মক আহত হন আরো প্রায় ১১ জন। এদের মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পড়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল জানান, আহত ১১ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাস্থলে দুজন এবং জেলা হাসপাতালে একজন নিহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে জব্দ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ দিন ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন।
২ মিনিট আগেপটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুহিন হাওলাদার (২৫)-এর মরদেহ। তিনি কালাম হাওলাদারের ছেলে।
১৮ মিনিট আগেবকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার বেলা ১২টার পর ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের পাঁচ শতাধিক কর্মী সড়ক অবরোধ করেন।
১ ঘণ্টা আগেভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে চেঙ্গী নদীর পানি বেড়ে আবার কমে যাওয়ার পর নদীর তীর ভাঙন শুরু করেছে। এতে নদীগর্ভে বিলীন হওয়ার হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি, বিভিন্ন বাগান ও রাস্তা। আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের।
১ ঘণ্টা আগে