নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবু হেনা রনি আবারও সাধারণ মানুষকে মাতিয়ে রাখবেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ শনিবার দুপুরে চিকিৎসা শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে বাসায় ফেরার আগে রনিকে শুভেচ্ছা জানাতে গিয়ে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত হন রনিসহ পুলিশের চার সদস্য। দগ্ধ রোগীদের জন্য বার্ন ইনস্টিটিউট একটি আস্থার জায়গা। রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে রনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান।’ এ সময় চিকিৎসকদের ধন্যবাদ জানান আইজিপি।
রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ছাড়পত্র তুলে দিয়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রনি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এ জন্য আমরা খুবই আনন্দিত। রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তখন থেকেই চিকিৎসকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁর জন্য।’ এ সকল দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।
চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে আবু হেনা রনি বলেন, ‘ভয়াবহ ও অসহ্য এই অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি-পোড়া রোগীদের কী কষ্ট। দেশের প্রতিটি বিভাগে আলাদা বার্ন ইনস্টিটিউট থাকা উচিত। এতে এসব রোগীদের কষ্ট আরও কমবে। এর আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়। আর এই সচেতনতার জন্য সবার কাজ করা উচিত।’
আইজিপি ও গাজীপুরের পুলিশ কমিশনারসহ সবাই সার্বক্ষণিক ও মানবিকভাবে খোঁজখবর রাখায় তাঁদেরও ধন্যবাদ জানান আবু হেনা রনি।
ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে রনি বলেন, ‘ঘটনাস্থলে মন্ত্রী ও আইজিপি গ্যাস বেলুন পায়রা ওড়াতে অনেক চেষ্টা করছিল। কিন্তু কোন একটা কারণে বেলুনগুলো উড়ছিল না। পরে সেগুলো স্টেজের এক সাইডে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন গ্যাস লাইট দিয়ে আগুন দিলে সেগুলো বিস্ফোরণ হয়।
রনি আরও বলেন, ‘ঘটনার পর তৎকালীন আইজিপি আমাকে এবং জিল্লুর রহমান ভাইকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। দেশের চিকিৎসার প্রতি আমার ভরসা আছে, সে জন্যই আমিই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছি। আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আইজিপি এবং হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা আমাকে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন সেই বিষয়টি আমি ভুলতে পারব না।’
আবু হেনা রনি আবারও সাধারণ মানুষকে মাতিয়ে রাখবেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ শনিবার দুপুরে চিকিৎসা শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে বাসায় ফেরার আগে রনিকে শুভেচ্ছা জানাতে গিয়ে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত হন রনিসহ পুলিশের চার সদস্য। দগ্ধ রোগীদের জন্য বার্ন ইনস্টিটিউট একটি আস্থার জায়গা। রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে রনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান।’ এ সময় চিকিৎসকদের ধন্যবাদ জানান আইজিপি।
রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ছাড়পত্র তুলে দিয়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রনি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এ জন্য আমরা খুবই আনন্দিত। রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তখন থেকেই চিকিৎসকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁর জন্য।’ এ সকল দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।
চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে আবু হেনা রনি বলেন, ‘ভয়াবহ ও অসহ্য এই অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি-পোড়া রোগীদের কী কষ্ট। দেশের প্রতিটি বিভাগে আলাদা বার্ন ইনস্টিটিউট থাকা উচিত। এতে এসব রোগীদের কষ্ট আরও কমবে। এর আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়। আর এই সচেতনতার জন্য সবার কাজ করা উচিত।’
আইজিপি ও গাজীপুরের পুলিশ কমিশনারসহ সবাই সার্বক্ষণিক ও মানবিকভাবে খোঁজখবর রাখায় তাঁদেরও ধন্যবাদ জানান আবু হেনা রনি।
ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে রনি বলেন, ‘ঘটনাস্থলে মন্ত্রী ও আইজিপি গ্যাস বেলুন পায়রা ওড়াতে অনেক চেষ্টা করছিল। কিন্তু কোন একটা কারণে বেলুনগুলো উড়ছিল না। পরে সেগুলো স্টেজের এক সাইডে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন গ্যাস লাইট দিয়ে আগুন দিলে সেগুলো বিস্ফোরণ হয়।
রনি আরও বলেন, ‘ঘটনার পর তৎকালীন আইজিপি আমাকে এবং জিল্লুর রহমান ভাইকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। দেশের চিকিৎসার প্রতি আমার ভরসা আছে, সে জন্যই আমিই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছি। আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আইজিপি এবং হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা আমাকে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন সেই বিষয়টি আমি ভুলতে পারব না।’
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
৩ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
১ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগে