নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবু হেনা রনি আবারও সাধারণ মানুষকে মাতিয়ে রাখবেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ শনিবার দুপুরে চিকিৎসা শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে বাসায় ফেরার আগে রনিকে শুভেচ্ছা জানাতে গিয়ে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত হন রনিসহ পুলিশের চার সদস্য। দগ্ধ রোগীদের জন্য বার্ন ইনস্টিটিউট একটি আস্থার জায়গা। রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে রনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান।’ এ সময় চিকিৎসকদের ধন্যবাদ জানান আইজিপি।
রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ছাড়পত্র তুলে দিয়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রনি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এ জন্য আমরা খুবই আনন্দিত। রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তখন থেকেই চিকিৎসকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁর জন্য।’ এ সকল দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।
চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে আবু হেনা রনি বলেন, ‘ভয়াবহ ও অসহ্য এই অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি-পোড়া রোগীদের কী কষ্ট। দেশের প্রতিটি বিভাগে আলাদা বার্ন ইনস্টিটিউট থাকা উচিত। এতে এসব রোগীদের কষ্ট আরও কমবে। এর আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়। আর এই সচেতনতার জন্য সবার কাজ করা উচিত।’
আইজিপি ও গাজীপুরের পুলিশ কমিশনারসহ সবাই সার্বক্ষণিক ও মানবিকভাবে খোঁজখবর রাখায় তাঁদেরও ধন্যবাদ জানান আবু হেনা রনি।
ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে রনি বলেন, ‘ঘটনাস্থলে মন্ত্রী ও আইজিপি গ্যাস বেলুন পায়রা ওড়াতে অনেক চেষ্টা করছিল। কিন্তু কোন একটা কারণে বেলুনগুলো উড়ছিল না। পরে সেগুলো স্টেজের এক সাইডে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন গ্যাস লাইট দিয়ে আগুন দিলে সেগুলো বিস্ফোরণ হয়।
রনি আরও বলেন, ‘ঘটনার পর তৎকালীন আইজিপি আমাকে এবং জিল্লুর রহমান ভাইকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। দেশের চিকিৎসার প্রতি আমার ভরসা আছে, সে জন্যই আমিই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছি। আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আইজিপি এবং হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা আমাকে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন সেই বিষয়টি আমি ভুলতে পারব না।’
আবু হেনা রনি আবারও সাধারণ মানুষকে মাতিয়ে রাখবেন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ শনিবার দুপুরে চিকিৎসা শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে বাসায় ফেরার আগে রনিকে শুভেচ্ছা জানাতে গিয়ে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত হন রনিসহ পুলিশের চার সদস্য। দগ্ধ রোগীদের জন্য বার্ন ইনস্টিটিউট একটি আস্থার জায়গা। রনিকে বিদেশ পাঠানোর জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন বার্ন ইনস্টিটিউটের ওপর আস্থা রেখে রনি এখানেই চিকিৎসা নেবেন বলে জানান।’ এ সময় চিকিৎসকদের ধন্যবাদ জানান আইজিপি।
রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ছাড়পত্র তুলে দিয়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রনি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এ জন্য আমরা খুবই আনন্দিত। রনি যখন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন তখন থেকেই চিকিৎসকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁর জন্য।’ এ সকল দুর্ঘটনা এড়াতে আইজিপিসহ দেশবাসী সবাইকে সতর্ক ও সার্বক্ষণিক মনিটরিং করার পরামর্শ দেন তিনি।
চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে আবু হেনা রনি বলেন, ‘ভয়াবহ ও অসহ্য এই অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি-পোড়া রোগীদের কী কষ্ট। দেশের প্রতিটি বিভাগে আলাদা বার্ন ইনস্টিটিউট থাকা উচিত। এতে এসব রোগীদের কষ্ট আরও কমবে। এর আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়। আর এই সচেতনতার জন্য সবার কাজ করা উচিত।’
আইজিপি ও গাজীপুরের পুলিশ কমিশনারসহ সবাই সার্বক্ষণিক ও মানবিকভাবে খোঁজখবর রাখায় তাঁদেরও ধন্যবাদ জানান আবু হেনা রনি।
ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে রনি বলেন, ‘ঘটনাস্থলে মন্ত্রী ও আইজিপি গ্যাস বেলুন পায়রা ওড়াতে অনেক চেষ্টা করছিল। কিন্তু কোন একটা কারণে বেলুনগুলো উড়ছিল না। পরে সেগুলো স্টেজের এক সাইডে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন গ্যাস লাইট দিয়ে আগুন দিলে সেগুলো বিস্ফোরণ হয়।
রনি আরও বলেন, ‘ঘটনার পর তৎকালীন আইজিপি আমাকে এবং জিল্লুর রহমান ভাইকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। দেশের চিকিৎসার প্রতি আমার ভরসা আছে, সে জন্যই আমিই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছি। আমি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আইজিপি এবং হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরা আমাকে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন সেই বিষয়টি আমি ভুলতে পারব না।’
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদীঘা হাওরে নৌকাডুবিতে আইয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ূন মিয়ার ছেলে।
৭ মিনিট আগেদেশে ক্যানসারের গবেষণা, চিকিৎসা ও জনসচেতনতা বাড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলে বাংলাদেশ ক্যানসার কনসোর্টিয়াম (বিসিসি) নামে একটি সংগঠন গঠন করেছেন। সম্প্রতি আগামী দুই বছরের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।
১৮ মিনিট আগেলক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগের পিটুনিতে মানসিক ভারসাম্যহীন ছাত্রদল নেতা সুলতান বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী চিকিৎসা করাতে আজ মঙ্গলবার সকালে সুলতান বাপ্পীকে নিয়ে পরিবারের লোকজন ঢাকায় গিয়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন ২ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
৩ ঘণ্টা আগে