Ajker Patrika

বিএনপি এবার নির্বাচনে না এলে চতুর্থবারের মতো বিপর্যয়ে পড়বে: কৃষিমন্ত্রী 

টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপি এবার নির্বাচনে না এলে চতুর্থবারের মতো বিপর্যয়ে পড়বে: কৃষিমন্ত্রী 

দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ না নিলে চতুর্থবারের মতো বিপর্যয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের কুমুদিনী সরকার কলেজের নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এলে বিএনপি চতুর্থবারের মতো বিপর্যয়ে পড়বে। আমরা বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করব। বিগত তিনটি নির্বাচনে অংশ না নিয়ে তারা বিপর্যয়ে পড়েছে। আগামী নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।’ 

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়া। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়নে দেশের মানুষ খুবই খুশি। তাই আগামী নির্বাচনে দেশের জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।’

কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল আলমের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—টাঙ্গাইল জেলা আ. লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, খন্দকার মমতা হেনা লাভলী, উপাধ্যক্ষ আব্দুল করিম মিঞা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত