Ajker Patrika

গণপূর্তের সাবেক প্রকৌশলী আশরাফুলের বিষয়ে পুনরায় অনুসন্ধানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২২, ১৬: ২৮
গণপূর্তের সাবেক প্রকৌশলী আশরাফুলের বিষয়ে পুনরায় অনুসন্ধানের নির্দেশ

গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও তাঁর স্ত্রী সাবিনা আলমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে দুদককে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে জারি করা রুলের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই নির্দেশ দেন। 

আদালত দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর উদ্দেশে বলেছেন, পুনরায় অনুসন্ধানে আগের কর্মকর্তা বাদ দিয়ে নতুন করে কর্মকর্তা নিয়োগ দিতে হবে। আর কোনো সংবাদ যদি দুদক ভুল বা মিথ্যা মনে করে, তবে তারা প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারবে। এই সময়ে দুদকের আইনজীবী ইনকিলাবের প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানালে সেটি নাকচ করে দেন আদালত। 

এর আগে গত বছরের ২ মার্চ দৈনিক ইনকিলাবে “২০ কোটিতে প্রকৌশলী আশরাফুলের দায়মুক্তি! দুর্নীতি দমনে ‘দুদক স্টাইল’” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে আদালত দুদকের নথি তলব করেন। পাশাপাশি প্রতিবেদককে তাঁর তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে আদেশ দেন। উভয় পক্ষের নথিপত্র উপস্থাপন করা হলে শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। 

ইনকিলাবের ওই প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে প্রকৌশলী আশরাফুল আলম ও তাঁর স্ত্রীকে। দুর্নীতি দমন কমিশনের পেছনে এ বাবদ তাঁর খরচ হয়েছে ২০ কোটি টাকার বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত