Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মক্কা শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তিনি পাকুন্দিয়ার সৈয়দগাঁও পশ্চিমপাড়া বড় জামে মসজিদের খাদেম মো. আবদুল খালেকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে সৌদি আরবে রয়েছেন। সৌদি আরবের মক্কা শহরের একটি কোম্পানিতে তিনি চাকরি করতেন। সংসার জীবনে তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে দেশে এসে তিন মাসের ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরে যান বাচ্চু মিয়া। সোমবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মক্কা শহরে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাচ্চু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক প্রবাসী মোবাইল ফোনে বাচ্চু মিয়ার মৃত্যুর খবরটি পরিবারকে জানান। 

বাচ্চু মিয়ার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকা জুড়ে শোকের মাতম চলছে। 

পাকুন্দিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাচ্চু মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারসহ এলাকাজুড়ে মাতম চলছে। মরদেহ দ্রুত দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত