নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হয়ে একটি দলের পক্ষে ভোট চেয়ে মোনাজাত ও বক্তৃতা করায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ও সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে ‘রিটার্নিং কর্মকর্তার মোনাজাত ও বক্তৃতা’ শীর্ষক খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে মোনাজাত পরবর্তী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চেয়েছেন এবং অন্যদেরকে উক্ত রাজনৈতিক দলের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।’
আইনজীবী বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক নিরপেক্ষ ভূমিকায় থাকা উচিত ছিল। এমন ভূমিকায় জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা ও সন্দেহের সৃষ্টি করেছে। উক্ত বক্তব্য থেকে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভোটার ও প্রার্থীরা আস্থাহীনতায় ভুগছেন।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ৭৯,৮০ এবং ৮১ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও বাকি বিবাদীরা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন, যা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট লঙ্ঘন বলা হয়। এ সময় নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে আইনজীবী আদালতে শরণাপন্ন হবেন বলে জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের সরকারদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানের পরপরই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী দলীয় প্রার্থীর জয় কামনা করে মোনাজাত ধরেন। জেলা প্রশাসকও তাতে অংশ নেন। মোনাজাত শেষে তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তৃতা করেন।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হয়ে একটি দলের পক্ষে ভোট চেয়ে মোনাজাত ও বক্তৃতা করায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ও সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে ‘রিটার্নিং কর্মকর্তার মোনাজাত ও বক্তৃতা’ শীর্ষক খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে মোনাজাত পরবর্তী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চেয়েছেন এবং অন্যদেরকে উক্ত রাজনৈতিক দলের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।’
আইনজীবী বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক নিরপেক্ষ ভূমিকায় থাকা উচিত ছিল। এমন ভূমিকায় জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা ও সন্দেহের সৃষ্টি করেছে। উক্ত বক্তব্য থেকে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভোটার ও প্রার্থীরা আস্থাহীনতায় ভুগছেন।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ৭৯,৮০ এবং ৮১ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও বাকি বিবাদীরা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন, যা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট লঙ্ঘন বলা হয়। এ সময় নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে আইনজীবী আদালতে শরণাপন্ন হবেন বলে জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের সরকারদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানের পরপরই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী দলীয় প্রার্থীর জয় কামনা করে মোনাজাত ধরেন। জেলা প্রশাসকও তাতে অংশ নেন। মোনাজাত শেষে তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তৃতা করেন।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে