নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হয়ে একটি দলের পক্ষে ভোট চেয়ে মোনাজাত ও বক্তৃতা করায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ও সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে ‘রিটার্নিং কর্মকর্তার মোনাজাত ও বক্তৃতা’ শীর্ষক খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে মোনাজাত পরবর্তী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চেয়েছেন এবং অন্যদেরকে উক্ত রাজনৈতিক দলের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।’
আইনজীবী বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক নিরপেক্ষ ভূমিকায় থাকা উচিত ছিল। এমন ভূমিকায় জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা ও সন্দেহের সৃষ্টি করেছে। উক্ত বক্তব্য থেকে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভোটার ও প্রার্থীরা আস্থাহীনতায় ভুগছেন।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ৭৯,৮০ এবং ৮১ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও বাকি বিবাদীরা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন, যা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট লঙ্ঘন বলা হয়। এ সময় নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে আইনজীবী আদালতে শরণাপন্ন হবেন বলে জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের সরকারদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানের পরপরই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী দলীয় প্রার্থীর জয় কামনা করে মোনাজাত ধরেন। জেলা প্রশাসকও তাতে অংশ নেন। মোনাজাত শেষে তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তৃতা করেন।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হয়ে একটি দলের পক্ষে ভোট চেয়ে মোনাজাত ও বক্তৃতা করায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ও সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও বিবাদী করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে ‘রিটার্নিং কর্মকর্তার মোনাজাত ও বক্তৃতা’ শীর্ষক খবরটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে মোনাজাত পরবর্তী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চেয়েছেন এবং অন্যদেরকে উক্ত রাজনৈতিক দলের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।’
আইনজীবী বলেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক নিরপেক্ষ ভূমিকায় থাকা উচিত ছিল। এমন ভূমিকায় জেলা পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা ও সন্দেহের সৃষ্টি করেছে। উক্ত বক্তব্য থেকে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে ভোটার ও প্রার্থীরা আস্থাহীনতায় ভুগছেন।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ৭৯,৮০ এবং ৮১ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও বাকি বিবাদীরা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন, যা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট লঙ্ঘন বলা হয়। এ সময় নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে আইনজীবী আদালতে শরণাপন্ন হবেন বলে জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের সরকারদলীয় চেয়ারম্যান পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদানের পরপরই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী দলীয় প্রার্থীর জয় কামনা করে মোনাজাত ধরেন। জেলা প্রশাসকও তাতে অংশ নেন। মোনাজাত শেষে তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বক্তৃতা করেন।
রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আজ সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুনের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামের এক অটোরিকশাচালককে হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
৫ মিনিট আগেসিএনজিচালিত অটোরিকশাচালক চলন্ত অবস্থায় হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অটোরিকশা। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হন। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ...
১৪ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চোর সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ছকসালং গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে