Ajker Patrika

বৃদ্ধাকে হাসপাতালে রেখে ৭ মাস লাপাত্তা, পত্রিকায় সংবাদের পর নিয়ে গেল সন্তানেরা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বৃদ্ধাকে হাসপাতালে রেখে ৭ মাস লাপাত্তা, পত্রিকায় সংবাদের পর নিয়ে গেল সন্তানেরা

গণমাধ্যমে খবর প্রকাশের পর সেই বৃদ্ধাকে বাড়ি নিয়ে গেছেন সন্তানেরা। গত মঙ্গলবার বৃদ্ধার দুই ছেলে তাজেল ও জসিম চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান।

৯০ বছর বয়সী বৃদ্ধা করিমন সাত মাস আগে অসুস্থ হয়ে পড়লে ছেলে-মেয়েরা তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চলে যান। এরপর থেকে আর কেউ খোঁজখবর নেননি। ভাঙা পা ও কোমরে ব্যথা নিয়ে বিছানায় পড়ে ছিলেন বৃদ্ধা। 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স শাহিদা খাতুন বলেন, ‘সাত মাস আগে এই বৃদ্ধাকে ভর্তি করার পর কেউ আর দেখতে আসেনি। তিনি হাঁটতে না পারেন না, বিছানায় প্রস্রাব পায়খানা করতেন। আমরা যতটুকু সম্ভব তাঁকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করেছি।’ 

করিমন বলেন, ‘ছেলেদের সঙ্গে বাড়ি যেতে পেরে আমি খুব খুশি। তোমরা আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করছো, আল্লাহ তোমাদের ভালো করবো।’ 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও ছেলেদের কাছে তাঁদের মাকে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। এই সময় তাঁর কাছে আপনজন থাকাটা খুব দরকার। আমি ব্যক্তিগতভাবে করিমন বেগমের খোঁজখবর রাখার চেষ্টা করবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত