Ajker Patrika

ডেঙ্গু নিয়ে প্রতিবাদ করায় বাড়িতে ধোঁয়ার সন্ত্রাস ছড়াচ্ছে ডিএসসিসি: মিজানুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গু নিয়ে প্রতিবাদ করায় বাড়িতে ধোঁয়ার সন্ত্রাস ছড়াচ্ছে ডিএসসিসি: মিজানুর

ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় প্রতিবাদ জানিয়েছিলেন পূর্ব জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ডেঙ্গু নিয়ে প্রতিবাদ করায় তাঁর বাড়িতে ধোঁয়ার সন্ত্রাস ছড়াচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজকের পত্রিকাকে মিজানুর রহমান বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত ও নিহতদের স্মৃতিচিহ্ন প্রদর্শনীর মাধ্যমে সিটি করপোরেশনের মশক নিয়ে অব্যবস্থাপনার প্রতিবাদ করায় ডিএসসিসির মশক টিম আমাদের বাসায় ধোঁয়ার সন্ত্রাস চালিয়েছে। এর আগে মেয়রকে এডিস মশার লার্ভা উপহার দেওয়ার দিনও একই ঘটনা ঘটানো হয়েছিল। আমার মা বয়স্ক মানুষ, হার্টের রোগী। এসব ঝামেলায় তিনি ভয় পান। সিটি করপোরেশনের ব্যর্থতা তুলে ধরায় তাঁরা এভাবেই আমার পরিবারের ওপর প্রতিশোধ নিচ্ছে।’

মিজানুরের পরিবারের ভাষ্যমতে, গত ২৯ আগস্ট মেয়রকে এডিস মশার লার্ভা উপহার দেওয়ার জন্য একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে মিজানুর। কর্মসূচির দিনই ডিএসসিসির মশক কর্মীরা তার বাসায় দুই বার ফগিং করে। এরপর গতকাল বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত ও নিহতদের স্মৃতিচিহ্ন প্রদর্শনী করার পর বিকেলে একাধিক ফগিং মেশিন নিয়ে ধোঁয়ার সৃষ্টি করা হয়। ধোয়া সহ্য করতে না পেরে বাড়ির সবাই ছাদে গিয়ে আশ্রয় নেয়। হয়রানি ও ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে ডিএসসিসির ৫৩ নম্বর ওয়ার্ডের মশক কর্মীরা এমন কর্মকাণ্ড করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মীর হোসেন মীরু আজকের পত্রিকাকে বলেন, ‘এমন তো হওয়ার কথা নয়। মিজানুর রহমান আমার পারিবারিক আত্মীয়। মশক কর্মীরা এমন কিছু করে থাকলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ 

মীর হোসেন মীরু আরও বলেন, ‘জুরাইন এলাকা নিচু হওয়াতে এখানে মশার প্রাদুর্ভাব বেশি। আমার নিজের ছেলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মেয়রের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে আমরা সর্বাত্মক কাজ করছি। মিজান বিভিন্ন ইস্যু নিয়ে নানা সময় আন্দোলন করার চেষ্টা করে। তাঁর সব তথ্য সত্য নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত