Ajker Patrika

কথা না রাখায় কেয়ার মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কথা না রাখায় কেয়ার মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত রাজধানীর কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। বর্তমানে সেখানে পুলিশও অবস্থান করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা থেকে রাজধানীর কলেজগেটে অবস্থিত কলেজটির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় তিন সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে কলেজটির প্রায় দেড়শ শিক্ষার্থী। আন্দোলন চলা অবস্থায় গত সপ্তাহে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে আলোচনায় বসে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি প্রতিষ্ঠানটি। 

প্রতিশ্রুতি রক্ষা না করায় সন্ধ্যা থেকে কলেজ গেটে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

আন্দোলনরত পঞ্চম বর্ষের শিক্ষার্থী সিলভিয়া মীম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন সপ্তাহ ধরে আমরা আন্দোলন করছি। স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছি কিন্তু কোনো সমাধান তাঁরা এখনো করেনি। গত সপ্তাহে পুলিশ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে দাবি মেনে পেপারে স্বাক্ষর দেওয়ার কথা জানান কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভিন ফাতেমা। পরে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু বৃহস্পতিবার পুলিশ জানায় চেয়ারম্যান আর তাদের কাছে যাননি। ফলে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হই।’

এ শিক্ষার্থী বলেন, ‘সকালে মানববন্ধন করে জানতে পারি, চেয়ারম্যান কলেজে আছেন। পরে সন্ধ্যা থেকে এখানে অবস্থান নিয়েছি। উনি (চেয়ারম্যান) ভেতরে দরজা লক করে বসে আছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না।’

এর আগে একই দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, নীতিমালা ও অবকাঠামো না থাকার পরও এ কলেজে তাঁদের ভর্তি নেওয়া হয়েছে। বর্তমানে কলেজটিতে বিভিন্ন বর্ষের মোট ১৪২ জন শিক্ষার্থী আছেন। এর মধ্যে ২০১৭-১৮ বর্ষের ৫০ জন, ২০১৮-১৯ এর ৫ জন, ২০১৯-২০ এর ৪৯ জন এবং ২০২০-২১ সেশনের ৩৮ জন শিক্ষার্থী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত