Ajker Patrika

নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে ডা. কাজী গিয়াস

অনলাইন ডেস্ক
ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিয়োগ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্যসেবা বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কাজী গিয়াস উদ্দিনকে নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক পদে পদায়ন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে চিকিৎসকদের আন্দোলনের মুখে ১৩ ফেব্রুয়ারি ওই প্রতিষ্ঠানের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন দেশের প্রখ্যাত স্নায়ু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক।

২০১২ সালের সেপ্টেম্বরে তিনি পরিচালক পদে যোগ দেন। ২০১৪ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান। তবে অবসরে যাওয়ার আগে তাঁকে পরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি এক দশক ধরে চুক্তিভিত্তিক নিয়োগে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করে আসিছেলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত