Ajker Patrika

মির্জাপুরে কৃষিশ্রমিককে কুপিয়ে হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৪, ১৫: ১৫
মির্জাপুরে কৃষিশ্রমিককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামের এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নুরুল ইসলাম ওই গ্রামের রবি মিয়ার ছেলে। আজ শুক্রবার ভোরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম নুরুল পাশের উফুল্কী গ্রামের গদু মাতব্বরের মেয়ের জামাই। তাঁর স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রকল্প রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রকল্পের সেচ পাম্প চালাতেন। গতকাল বৃহস্পতিবার রাতেও তিনি জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পাশের বাড়ির লোকজন তাঁর চিৎকার শুনে চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তোলে। এলাকাবাসী সেচ পাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মির্জাপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ উদ্‌ঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত