মুন্সিগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের অদক্ষতা ও সিদ্ধান্তহীনতার কারণে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশ চালানো কঠিন হয়ে দাঁড়াবে।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া কবুতরখোলা বাজার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।
আসাদুজ্জামান বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশই প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা থেকে বঞ্চিত। অনেক মন্ত্রণালয় আজ স্থবির হয়ে পড়েছে। দেশের নানা সংকটে সরকার যে কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ, তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে ড. রিপন বলেন, সেই দুর্ঘটনায় শিশুদের মর্মান্তিক মৃত্যু হলেও স্বাস্থ্য উপদেষ্টাকে পাশে পাওয়া যায়নি। এমন উদাসীনতা প্রমাণ করে সরকারের উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানো এখন সময়ের দাবি।
জুলাই শহীদদের প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখনো প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন করতে পারেনি। প্রায় এক বছর অতিক্রম হলেও শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ হয়নি। অবিলম্বে যথাযথ স্বীকৃতি দিতে হবে।
তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে বিএনপির এ নেতা বলেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে, তারাই এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করছে। অথচ তারেক রহমান এই সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সরকারের ছত্রচ্ছায়ায় থাকা একটি মহল তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এখনই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচনী রোডম্যাপ বাধাগ্রস্ত হতে পারে।
মেদিনীমণ্ডল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রনি মৃধা, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী।
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের অদক্ষতা ও সিদ্ধান্তহীনতার কারণে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশ চালানো কঠিন হয়ে দাঁড়াবে।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া কবুতরখোলা বাজার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।
আসাদুজ্জামান বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশই প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা থেকে বঞ্চিত। অনেক মন্ত্রণালয় আজ স্থবির হয়ে পড়েছে। দেশের নানা সংকটে সরকার যে কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ, তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে ড. রিপন বলেন, সেই দুর্ঘটনায় শিশুদের মর্মান্তিক মৃত্যু হলেও স্বাস্থ্য উপদেষ্টাকে পাশে পাওয়া যায়নি। এমন উদাসীনতা প্রমাণ করে সরকারের উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানো এখন সময়ের দাবি।
জুলাই শহীদদের প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখনো প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন করতে পারেনি। প্রায় এক বছর অতিক্রম হলেও শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা প্রকাশ হয়নি। অবিলম্বে যথাযথ স্বীকৃতি দিতে হবে।
তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিষয়ে বিএনপির এ নেতা বলেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে, তারাই এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করছে। অথচ তারেক রহমান এই সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সরকারের ছত্রচ্ছায়ায় থাকা একটি মহল তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এখনই এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচনী রোডম্যাপ বাধাগ্রস্ত হতে পারে।
মেদিনীমণ্ডল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রনি মৃধা, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
৩৩ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৩৯ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
১ ঘণ্টা আগে