Ajker Patrika

ঢাবির প্রক্টরিয়াল বডির পদত্যাগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ২০: ৩৮
ঢাবির প্রক্টরিয়াল বডির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান ও ১৩ জন সহকারী প্রক্টরসহ পুরো প্রক্টরিয়াল বডির সবাই পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মাকসুদুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার। আজকে প্রক্রিয়া সম্পন্ন করে মাননীয় উপাচার্য বরাবর জমা দিয়েছি।’

১৩ জন সহকারী প্রক্টররা হলেন বিজ্ঞান অনুষদের লিটন কুমার সাহা, চারুকলা অনুষদের নাজির হোসেন খান, সীমা ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট মো. মাহবুবুল রহমান, ফার্মেসি অনুষদের আব্দুল মুহিত, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের এম এল পলাশ, ব্যবসায় শিক্ষা অনুষদের সউদ আহমেদ, কলা অনুষদের সঞ্চিতা গুহ, জীববিজ্ঞান অনুষদের হাসান ফারুক, সামাজিক বিজ্ঞান অনুষদের মোহাম্মদ বদরুল হাসান, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা, আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সেস অনুষদের মোস্তাফিজুর রহমান এবং কলা অনুষদের মোহাম্মদ ইমাউল হক সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত