Ajker Patrika

পরীক্ষার আগের দিন প্রশ্নপত্রের ছবি ফেসবুকে ছেড়ে দিলেন শিক্ষক

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  
অভিযুক্ত শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ। ছবি: সংগৃহীত
অভিযুক্ত শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্রের ছবি এক শিক্ষক ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষকের নাম রঞ্জিত কুমার ঘোষ। তিনি রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি চতুর্থ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র গতকাল মঙ্গলবার ফাঁস করে দেন। এ ঘটনায় আজ বুধবার উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল খাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানদা চাঁদ উপজেলা শিক্ষা দপ্তর থেকে প্রশ্নপত্র এনে তাঁর কার্যালয়ের টেবিলে রাখেন। সহকারী শিক্ষক রঞ্জিত এই প্রশ্ন দেখার কথা বলে মোবাইল ফোনে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেন। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে পোস্ট করা প্রশ্ন: ছবি: সংগৃহীত
ফেসবুকে পোস্ট করা প্রশ্ন: ছবি: সংগৃহীত

প্রধান শিক্ষক মানদা বলেন, ‘আমার অজান্তে সহকারী শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়। অনেকে ফেসবুকে এই প্রশ্নপত্র দেখে আমাকে জানায়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এ বিষয়ে কান্দি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘প্রশ্নপত্রের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া শিক্ষক রঞ্জিত কুমার ঘোষের মোটেও ঠিক হয়নি। আমরা তদন্তপূর্বক ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনকে আইনি ব্যবস্থা নেওয়া অনুরোধ করছি।’

জানতে চাইলে সহকারী শিক্ষক রঞ্জিত বলেন, ‘মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলতে গিয়ে ভুলবশত এটি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়ে যায়। বিষয়টি জানার পর ফেসবুক থেকে প্রশ্নপত্রটি ডিলিট করে দিয়েছি।’

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) মো. মঈনুল হক বলেন, ‘যদি কেউ আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাঁর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। উপজেলা প্রশাসন কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দেবেও না। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত